রবিবার, ১৬ নভেম্বর ২০২৫, ০৬:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম
শিরোনাম
কাপাসিয়ায় সালাউদ্দীন আইউবীর নেতৃত্বে দাঁড়িপাল্লার মিছিল ও সমাবেশ রংপুর-৩ আসনে নির্বাচনে অংশগ্রহণের প্রস্তুতি নিয়ে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ইউনিয়ান এর সাথে রিটা রহমান এর মতবিনিময় শিক্ষার্থীদের বৈশ্বিক মানে গড়ে তুলতে ইংরেজি ভাষা চর্চা অপরিহার্য- ডুয়েট উপাচার্য শিক্ষার আধুনিকায়নে সিলেবাসের কাজ করছে জাতীয় বিশ্ববিদ্যালয় -ভিসি জাতীয় বিশ্ববিদ্যালয় ঐক্যের বার্তা নিয়ে ভেসপাবস-এর ফ্যামিলি নাইট ও ডিনার অভ্যর্থনা ভেড়ামারায় ডায়াবেটিক দিবস পালিত  কালীগঞ্জে যুবদলের উদ্যোগে শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতর রাজারহাটের চাকিরপশার ইউপি’তে মাদক,দাদন ও দূর্নীতি প্রতিরোধ কমিটি গঠন সুজনের রংপুর জেলা ও মহানগর কমিটি গঠন

রংপুরের গঙ্গাচড়ায় বিপুল পরিমাণে কৃষি প্রণোদনার ধানবীজ ও রাসায়নিক সার উদ্ধার

রিপোর্টারের নাম / ১৫১ টাইম ভিউ
আপডেট : শুক্রবার, এপ্রিল ৭, ২০২৩, ৮:৫১ অপরাহ্ণ

রিয়াজুল হক সাগর,রংপুর

 

ব্যবসায়ীর বাড়িতে খড়ে ঢেকে রাখা ১৫৩ বস্তা প্রণোদনার ধানবীজ উদ্ধার এই ধানবীজ ও সার সবাই এভাবে কৃষি অফিস থেকে নিয়ে যায়। এর ভাগ পান চেয়ারম্যান, মেম্বার ও কতিপয় সাংবাদিকেরাও। কিন্তু একটি মহলের স্বার্থে আঘাত লাগায় তাঁরা আমার ধানবীজ আটকে দিয়েছেন এমন কথা বললেন বীজ ও সার ব্যবসায়ী আলমগীর হোসেন ।

 

রংপুরের গঙ্গাচড়ায় বিপুল পরিমাণে কৃষি প্রণোদনার ধানবীজ ও রাসায়নিক সার উদ্ধার করা হয়েছে। উপজেলা কৃষি কর্মকর্তার গুদাম থেকে দুটি ভ্যানে করে বিক্রির উদ্দেশ্যে এক ধান ব্যবসায়ী এসব সার ও বীজ নিয়ে যাওয়ার সময় আটক করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান রুহুল আমিন। পরে আটক ভ্যান দুটির চালকের তথ্যে আজ বৃহস্পতিবার সন্ধ্যায় অভিযান চালিয়ে আলমগীর হোসেন নামের এক ব্যবসায়ীর বাড়ি থেকে খড় দিয়ে ঢেকে রাখা আরও ১৫৩ ধানবীজের বস্তা উদ্ধার করে পুলিশ।

 

 

বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাহিদ তামান্না। তিনি বলেন, ‘ওই ঘটনায় থানায় মামলার প্রস্তুতি চলছে। ধানবীজ কীভাবে কৃষকের বাড়িতে গেল তা নিয়েও তদন্ত কমিটি গঠন করা হচ্ছে। অভিযোগ ওঠা ব্যবসায়ী আলমগীর হোসেন পলাতক থাকায় তাঁকে আটক করতে পারেনি পুলিশ।’

 

 

উপজেলা পরিষদের চেয়ারম্যান রুহুল আমিন বলেন, ‘আমি দুপুরে উপজেলা পরিষদের সামনে দিয়ে হাঁটছিলাম। এ সময় দুটি ভ্যানে ধানবীজ ও সার নিয়ে যাওয়া হলে আমার সন্দেহ হয়। পরে তাঁদেরকে আটক করে ইউএনওর কার্যালয়ে নিয়ে যাই। ভ্যানচালকেরা এক ব্যক্তির নাম বলেন। পরে ওই ব্যক্তির বাড়ি থেকে পুলিশ বিপুল পরিমাণ ধানবীজ ও সার উদ্ধার করে।’

 

গঙ্গাচড়া থানার পুলিশ, উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয় ও স্থানীয় লোকজন জানান, ১২ বস্তা সার ও ১৪ বস্তা ধানবীজ উপজেলা কৃষি কর্মকর্তার গুদাম ঘর থেকে দুটি ভ্যানে তুলে উপজেলা পরিষদের সামনে দিয়ে বিক্রির উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছিল। বীজ ও সার বহনকারী ভ্যান দুটি উপজেলা পরিষদের চেয়ারম্যান রুহুল আমিনের চোখে পড়ে। সন্দেহ হলে তিনি ভ্যান দুটি আটক করেন। চালকদের কাছে জানতে চান ধানবীজ ও সারগুলো কোন কৃষকের, কার কাছে যাচ্ছে? ভ্যান চালক কৃষকদের নাম বলতে না পারায় তাঁদেরকে ইউএনওর কার্যালয়ে নিয়ে যান।

 

ইউএনওর কার্যালয়ে ভ্যানচালক মিঠু মিয়া ও শফিকুল ইসলাম জানান, এই সার ও ধানবীজ কৃষকের নয়। এগুলো কৃষি অফিস থেকে নেওয়ার জন্য আলমগীর পাঠিয়েছেন। ওই ভ্যান চালকদের কথা অনুযায়ী ইউএনও নাহিদ তামান্না বিষয়টি গঙ্গাচড়া থানা-পুলিশকে জানান। পরে সন্ধ্যায় গঙ্গাচড়া থানার পরিদর্শক (তদন্ত) মমতাজুল ইসলামের নেতৃত্বে একদল পুলিশ আলমগীরের গঙ্গাচড়া সদর ইউনিয়নের মুন্সিপাড়ার বাড়িতে অভিযান চালায়। এ সময় তাঁর একটি ঘর থেকে খড় দিয়ে ঢেকে রাখা অবস্থায় ১৫৩ বস্তা উফশী জাতের ধানবীজ ও এক বস্তা পাটবীজ উদ্ধার করেন। তবে অভিযানের খবরে আলম মিয়াসহ বাড়ির লোকজন পালিয়ে যান।

 

পুলিশ জানায়, আলমগীর ওই ধান ও পাটবীজ খড় দিয়ে ঢেকে রেখেছিলেন। অভিযোগ রয়েছে, গঙ্গাচড়ার ধান, গম, ভুট্টা, সরিষার বীজসহ রাসায়নিক সার উপজেলা কৃষি কর্মকর্তা মারুফা ইফতেখার সিদ্দিকার সঙ্গে যোগসাজশ করে কিছু উপসহকারী কৃষি কর্মকর্তারা নামমাত্র কৃষকদের প্রণোদনার এসব সার ও বীজ দিয়ে বিপুল পরিমাণের এসব বীজ ও সার সিন্ডিকেটের মাধ্যমে বিক্রি করেন। কৃষি অধিদপ্তরের উপসহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা হাবিবুর রহমান ওই দুই ভ্যানে সার ও ধান বীজ তুলে দিয়েছিলেন বলে জানা গেছে।

বাড়ি ও ভ্যান থেকে মোট ১৬৭ বস্তা উফশী জাতের ধান (প্রতি বস্তা ১০ কেজি), এক বস্তা পাট বীজ (কেজির পরিমাণ পাওয়া যায়নি) ও ১২ বস্তা (প্রতি বস্তায় ৫০ কেজি) টিএসপি ও এমওপি উদ্ধার করা হয়। ধান ও পাট বীজের গায়ে লেখা ছিল বিক্রয়ের জন্য নহে।

উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা হাবিবুরের সঙ্গে আজ রাত ৮টার দিকে মোবাইল ফোনে কল করা হলে বন্ধ পাওয়া যায়। উপজেলা কৃষি কর্মকর্তা মারুফা ইফতেখার সিদ্দিকা সঙ্গে যোগাযোগ করা হলে তাঁর মোবাইল ফোনটিও বন্ধ পাওয়া যায়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর