বুধবার, ১৯ নভেম্বর ২০২৫, ০৪:১২ অপরাহ্ন
শিরোনাম
শিরোনাম
বাউবির এমবিএ (বাংলা মাধ্যম) পরীক্ষার ফল প্রকাশ শ্রীপুরে ঝুট গুদামে ভয়াবহ অগ্নিকাণ্ড, পাঁচটি ইউনিটের সাড়ে ছয় ঘণ্টার চেষ্টায়  আগুন নিয়ন্ত্রণে মধুপুরের কুড়ালিয়া বিএনপির উঠান বৈঠক অনুষ্ঠিত বৈষম্য বিরোধী সাংবাদিক আন্দোলন রংপুর কার্যকরী কমিটি গঠিত রংপুর বিভাগে ৫৩ জন জুলাই যোদ্ধার গেজেট বাতিল ভেড়ামারায় পদ্মায় নৌকা ডুবে ২ কৃষকের মৃত্যু  গোবিন্দগঞ্জে নির্যাতিত ও ত্যাগী নেতাদের মাঝে বিএনপির চূড়ান্ত মনোনয়ন দেওয়ার দাবিতে বিক্ষোভ গাজীপুরের নতুন জেলা প্রশাসক মোহাম্মদ আলম হোসেনের দায়িত্ব গ্রহণ তেলিহাটি ইউপির তিন সংরক্ষিত মহিলা সদস্যের বিএনপিতে যোগদান উপকূলীয় কয়রায় স্থানীয়ভাবে নেতৃত্বাধীন দুর্যোগ ঝুঁকি হ্রাস প্রকল্পে অবহিতকরণ সভা

রংপুরে ক্রেতাদের মধ্যে স্বস্তি ফেরাতে ৩৫ টাকা কেজি দরে আলু বিক্রি

রিপোর্টারের নাম / ১১৩ টাইম ভিউ
আপডেট : রবিবার, অক্টোবর ১, ২০২৩, ১০:৩২ অপরাহ্ণ

রিয়াজুল হক সাগর,রংপুর প্রতিনিধি:

 

রংপুরে সরকার নির্ধারিত মূল্যের চেয়ে এক টাকা কমে ৩৫ টাকা কেজি দরে খোলাবাজারে আলু বিক্রি করা হচ্ছে। রোববার (১ অক্টোবর) বেলা ১১টায় রংপুর জেলা আলু চাষি ও ব্যবসায়ী সমিতির উদ্যোগে মহানগরীর কাচারীবাজার এলাকায় খোলা ট্রাকে বিক্রি কার্যক্রম শুরু হয়।

ক্রেতাদের মধ্যে স্বস্তি ফেরাতে খোলাবাজারে আলু বিক্রির এ কার্যক্রম প্রভাব ফেলবে বলে মনে করছেন জেলা প্রশাসক মোহাম্মদ মোবাশ্বের হাসান। তিনি এ কার্যক্রমের উদ্বোধন করে সাংবাদিকদের বলেন, কয়েকদিন খোলাবাজারে আলু বিক্রি হলে বাজারে আলুর চাহিদা কমবে তখন দামও কমে আসবে।

ডিসি আরও বলেন, বাজারে আলুর অস্থিরতা রোধে ইতিমধ্যে কোল্ড স্টোরেজ মালিক ও ব্যবসায়ী এবং চাষিদের সাথে মতবিনিময় করা হয়েছে। বাজারে আলুর নিয়ন্ত্রণে সরকার দাম নির্ধারণ করে দিয়েছে। ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরসহ জেলা প্রশাসন ও গোয়েন্দা সংস্থা বাজার পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করছে। এরই মধ্যে রংপুর জেলা আলু চাষি ও ব্যবসায়ী সমিতির পক্ষ থেকে আজ থেকে ৩৫ টাকা কেজি দরে খোলাবাজারে আলু বিক্রি শুরু হয়েছে।

এসময় উপস্থিত ছিলেন রংপুর জেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মোছাদ্দেক হোসেন বাবলু, রংপুর জেলা আলু চাষি ও ব্যবসায়ী সমিতির সভাপতি তৈয়বুর রহমান, সাধারণ সম্পাদক বিশ্বজিৎ বনিক প্রমুখ।

আলু চাষি ও ব্যবসায়ী সমিতির নেতারা জানিয়েছে, রংপুর মহানগরীতে চারটি ট্রাকে করে ৩টন করে মোট ১২ টন আলু প্রতিদিন খোলা বাজারে বিক্রি করা হবে। এরমধ্যে নগরীর কাচারীবাজার ডাকঘর সংলগ্ন পয়েন্ট, জাহাজ কোম্পানী মোড় মুক্তিযোদ্ধা সংসদ ভবন ও শাপলা চত্বরে স্থায়ীভাবে ট্রাকে করে আলু বিক্রি হবে। এছাড়া একটি ট্রাক ভ্রাম্যমাণ হিসেবে নগরীর বিভিন্ন পয়েন্টে ঘুরে ঘুরে আলু বিক্রি করবে।

এদিকে খোলাবাজারে ন্যায্যমূল্যে আলু কিনতে পেরে অনেকেই এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন। আলু কিনতে আসা মোখলেছুর রহমান বলেন, বাজারে ৪৫-৫০ টাকা আলু কিনতে হচ্ছে। এখানে ৩৫ টাকা কেজি দরে আলু কিনতে পারছি। তাতে প্রতি কেজিতে ১০-১৫ টাকা সাশ্রয় হচ্ছে। আরেক ক্রেতা ছাবিয়া বেগম বলেন, বাজার চড়া দামে আলু কিনলেও ১ কেজি আলুতে ২-৩ টা পচা আলু পাওয়া যায়। এখানে পরিস্কার আলু পাওয়া যাচ্ছে ৩৫ টাকা দরে। শুধু তিন-চারটি পয়েন্টে নয় প্রতিটি বাজারে এই কার্যক্রম চালুর দাবি জানান তিনি।

এবিষয়ে রংপুর জেলা আলু চাষি ও ব্যবসায়ী সমিতির সভাপতি তৈয়বুর রহমান বলেন, সরকারের আহ্বানে সাড়া দিয়ে সাধারণ মানুষের পাশে দাঁড়ানোর স্বদিচ্ছা থেকে খোলাবাজারে ৩৫ টাকা দরে আলু বিক্রি শুরু করা হয়েছে। কোল্ড স্টোরেজে যতদিন আলু থাকবে, ততদিন কার্যক্রম অব্যাহত থাকবে। আমরা নিজেরাও চেষ্টা করছি বাজার পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সরকার নির্ধারিত মূল্যে আলু সরবরাহ করতে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর