বুধবার, ১৯ নভেম্বর ২০২৫, ০৩:৫৩ অপরাহ্ন
শিরোনাম
শিরোনাম
বাউবির এমবিএ (বাংলা মাধ্যম) পরীক্ষার ফল প্রকাশ শ্রীপুরে ঝুট গুদামে ভয়াবহ অগ্নিকাণ্ড, পাঁচটি ইউনিটের সাড়ে ছয় ঘণ্টার চেষ্টায়  আগুন নিয়ন্ত্রণে মধুপুরের কুড়ালিয়া বিএনপির উঠান বৈঠক অনুষ্ঠিত বৈষম্য বিরোধী সাংবাদিক আন্দোলন রংপুর কার্যকরী কমিটি গঠিত রংপুর বিভাগে ৫৩ জন জুলাই যোদ্ধার গেজেট বাতিল ভেড়ামারায় পদ্মায় নৌকা ডুবে ২ কৃষকের মৃত্যু  গোবিন্দগঞ্জে নির্যাতিত ও ত্যাগী নেতাদের মাঝে বিএনপির চূড়ান্ত মনোনয়ন দেওয়ার দাবিতে বিক্ষোভ গাজীপুরের নতুন জেলা প্রশাসক মোহাম্মদ আলম হোসেনের দায়িত্ব গ্রহণ তেলিহাটি ইউপির তিন সংরক্ষিত মহিলা সদস্যের বিএনপিতে যোগদান উপকূলীয় কয়রায় স্থানীয়ভাবে নেতৃত্বাধীন দুর্যোগ ঝুঁকি হ্রাস প্রকল্পে অবহিতকরণ সভা

রংপুরে নির্বাচনী সাংবাদিকতা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

রিপোর্টারের নাম / ১১২ টাইম ভিউ
আপডেট : বৃহস্পতিবার, সেপ্টেম্বর ১৪, ২০২৩, ৮:৫৪ অপরাহ্ণ

রিয়াজুল হক সাগর,রংপুর প্রতিনিধি:

 

রংপুরে নিউজ নেটওয়ার্ক আয়োজিত ‘নির্বাচনী সাংবাদিকতা বিষয়ক’ কর্মশালার সমাপনী হয়েছে। আজ বৃহস্পতিবার (১৪ সেপ্টেম্বর) বিকেলে আরডিআরএস ভবনের তিস্তা মিলনায়তনে তিন দিনব্যাপী অনুষ্ঠিত এ কর্মশালার সমাপনী অনুষ্ঠান করা হয়। এতে প্রশিক্ষণার্থীদের মাঝে সনদ বিতরণ করেন রংপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এ.ডব্লিউ.এম. রায়হান শাহ্।
সনদ বিতরণ পূর্বে আলোচনা অনুষ্ঠানে এডিসি (সার্বিক) এ.ডব্লিউ.এম. রায়হান শাহ্ বলেন, সাংবাদিকতা অনেক বেশি চ্যালেঞ্জিং পেশা। সত্যানুসন্ধান করে জনগণকে তা জানানো সাংবাদিকদের বড় দায়িত্ব। সমাজ ও দেশের সার্বিক পরিস্থিতি সাংবাদিকদের লেখুনিতে উঠে আসে। সাংবাদিকদের যেকোনো ঘটনা বা বিষয়ে আগে জানতে হয়, তারপর জানাতে হয়। এ কারণে সত্য, বস্তুনিষ্ট ও পক্ষপাতমুক্ত সাংবাদিকতার বিকল্প নেই।
তিনি আরও বলেন, প্রশিক্ষণ মানুষের দক্ষতা বাড়ানোর সঙ্গে দায়িত্ব কর্তব্যের প্রতি সচেতন করে তোলে। এ কারণে সাংবাদিকদেরও প্রশিক্ষণের প্রয়োজন রয়েছে। পাঠককে সত্য ও বস্তুনিষ্ট তথ্য দিতে হয় বলেই সাংবাদিকদের অনেক কিছু মেনে চলতে হবে। ভুল, গুজব বা বিভ্রান্তিকর তথ্য থেকে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি হতে পারে। এজন্য সাংবাদিকদের জেনে, শুনে, বুঝে এবং নীতিমালা মেনে খবর পরিবেশন করতে হবে। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন- সিনিয়র সাংবাদিক ও প্রশিক্ষক মাহবুবুল ইসলাম, প্রশিক্ষক ও সাংবাদিক সুলতান মাহমুদ, প্রশিক্ষক রায়হান মাসুদ, নিউজ নেটওয়ার্কের সম্পাদক বীর মুক্তিযোদ্ধা শহিদুজ্জামান, সমন্বয়কারী বীর মুক্তিযোদ্ধা সদরুল আলম দুলু, নিউজ নেটওয়ার্কের প্রশিক্ষক সমন্বয়ক ও রিসোর্সপার্সন জিয়াউর রহমান জিয়া, প্রোগ্রাম সমন্বয়ক রেজাউল করিম রেজা প্রমুখ।

তিন দিনব্যাপী অনুষ্ঠিত এ কর্মশালায় সিনিয়র সাংবাদিক ও প্রশিক্ষক মাহবুবুল ইসলাম, প্রশিক্ষক সুলতান মাহমুদ, প্রশিক্ষক রায়হান মাসুদ, রিসোর্সপার্সন জিয়াউর রহমান জিয়া বিভিন্ন সেশনে সংবিধান, গণতন্ত্র, নির্বাচন, নির্বাচনী সাংবাদিকতার আচরণবিধি, ঝুঁকি ও নিরাপত্তা, ঝুঁকি এড়াতে করণীয়, নৈতিকতা ও দায়বদ্ধতা, সাংবাদিকতায় কিছু পরিভাষা ও তার প্রয়োগ, ফ্যাক্টচেকিং, সঠিক ছবি ও ভিডিও সনাক্তকরণ, ডিজিটাল ও সাইবার নিরাপত্তা আইনসহ নির্বাচনী সংবাদ তৈরির কলাকৌশল ও করণীয় নিয়ে আলোচনা করেন। কর্মশালায় রংপুরে কর্মরত বিভিন্ন গণমাধ্যমের ২০ জন সাংবাদিক অংশ নেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর