মঙ্গলবার, ১৮ নভেম্বর ২০২৫, ০৬:৩০ পূর্বাহ্ন
শিরোনাম
শিরোনাম
হারাগাছ মেট্রো পুলিশের অভিযানে জুয়ার সরঞ্জামসহ গ্ৰেফতার ৫  ভেড়ামারায় পাটবীজ উৎপাদনকারী চাষীদের প্রশিক্ষণ অনুষ্ঠিত  কালীগঞ্জে বিএনপির পথসভা ও বর্ণাঢ্য মিছিল অনুষ্ঠিত ক্ষমতাচ্যুত শেখ হাসিনার রায়ে আবু সাঈদের পরিবার সন্তুষ্ট মোংলায় কোডেক’র শিশুদের অংশগ্রহণ বিষয়ক সমন্বয় সভা কালিয়াকৈরে পৃথক স্থানে ককটেল ও পেট্রোল বোমা বিস্ফোরণ  সৌদিতে বাস–ট্যাঙ্কার সংঘর্ষ, ৪২  ওমরাহযাত্রী নিহত বাংলাদেশ বেতার রংপুর কেন্দ্রের ৫৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত রফিকুল ইসলাম রাতার বহিষ্কারাদেশ প্রত্যাহার সমর্থকদের মধ্যে আনন্দ উল্লাস শেখ হাসিনার ফাঁসির রায়ে গাজীপুরে আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ

শিক্ষা ব্যবস্থার আন্তর্জাতিকীকরণ ও গুণগত মানোন্নয়নে অ্যাক্রেডিটেশন চলমান প্রক্রিয়া- ডুয়েট উপাচার্য

নজমুল হক, স্টাফ রিপোর্টার গাজীপুর / ৮২ টাইম ভিউ
আপডেট : সোমবার, জুন ২৩, ২০২৫, ৬:৪৫ অপরাহ্ণ

নজমুল হক, স্টাফ রিপোর্টার গাজীপুর

ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (ডুয়েট), গাজীপুর-এর উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ জয়নাল আবেদীন বলেছেন, শিক্ষা ব্যবস্থার আন্তর্জাতিকীকরণ, গুণগত মানোন্নয়ন, বিশ্ববিদ্যালয় র‍্যাংকিংয়ে অগ্রগতি এবং বিশ্বমানের উচ্চশিক্ষা নিশ্চিত করতে হলে আমাদের প্রতিটি বিভাগকে স্ব-মূল্যায়ন ও অ্যাক্রেডিটেশন প্রক্রিয়া আরও জোরদার করতে হবে। অ্যাক্রেডিটেশন কেবল একটি সনদ নয়, এটি একটি চলমান প্রক্রিয়া; যা শিক্ষার মান, দক্ষতা এবং আন্তর্জাতিক স্বীকৃতির দিক থেকে প্রতিষ্ঠানের অবস্থান সুদৃঢ় করে। ডুয়েটের সকলে যদি একযোগে কাজ করি, তবে আমাদের পক্ষে মানসম্পন্ন, সময়োপযোগী শিক্ষা এবং দেশ-বিদেশের অ্যাক্রেডিটেশন লাভ করা সম্ভব হবে।’ সোমবার (২৩ জুন) বিশ্ববিদ্যালয়ের পুরাতন একাডেমিক ভবনের ৩১১ নং সেমিনার কক্ষে অনুষ্ঠিত “দি ইম্পর্ট্যান্স অব অ্যাক্রেডিটেশন ইন এডুকেশন” শীর্ষক প্রশিক্ষণে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি আরও বলেন, ‘শিক্ষার গুণগত মান উন্নয়ন একটি সমন্বিত প্রয়াসের ফলাফল। অ্যাক্রেডিটেশন প্রক্রিয়ার মাধ্যমে আমরা শিক্ষার্থীদের কাছে দায়িত্বশীলতা এবং প্রতিষ্ঠান হিসেবে জবাবদিহিতা নিশ্চিত করতে পারি। আমি আশা করি, বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষক ও শিক্ষার্থীসহ সংশ্লিষ্ট সকলের উদ্যোগে আমরা সকল চ্যালেঞ্জ মোকাবেলা করে প্রাণপ্রিয় এই ডুয়েটকে জ্ঞান সৃষ্টি এবং শিক্ষা, উদ্ভাবন, গবেষণার উৎকর্ষতায় দেশ-বিদেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও গবেষণা প্রতিষ্ঠানের সঙ্গে কোলাবোরেশনের মাধ্যমে সকল ক্ষেত্রে এগিয়ে নিয়ে যাবো।’ তিনি এই ধরনের প্রশিক্ষণ আয়োজনের জন্য আইকিউএসিসহ সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানান।বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসুরেন্স সেল (আইকিউএসি)-এর উদ্যোগে আয়োজিত উক্ত প্রশিক্ষণ প্রোগ্রামে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. আরেফিন কাওসার। আইকিউএসি-এর পরিচালক অধ্যাপক ড. মো. ওবায়দুর রহমানের সভাপতিত্বে প্রশিক্ষণে রিসোর্স পার্সন হিসেবে মেশন পরিচালনা করেন বাংলাদেশ অ্যাক্রেডিটেশন কাউন্সিল-এর-পূর্ণকালীন সদস্য অধ্যাপক ড. এস. এম. কবীর। প্রশিক্ষণ প্রোগ্রামটি সঞ্চালনা করেন আইকিউএসির অতিরিক্ত পরিচালক অধ্যাপক ড.শফিকুল ইসলাম। বিশেষ অতিথির বক্তব্যে উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. আরেফিন কাওসার বলেন, ‘অ্যাক্রেডিটেশনের জন্য নির্দেশিত মানদণ্ড অনুযায়ী স্ব-মূল্যায়ন, আউটকাম বেইজড এডুকেশন এবং নিরবিচ্ছিন্নভাবে ধারাবাহিকতা রক্ষা করা একটি প্রতিষ্ঠানের জন্য স্বীকৃতি ও শিক্ষাগত সাফল্যের চাবিকাঠি। আমি বিশ্বাস করি, এই প্রশিক্ষণের মাধ্যমে আমাদের মধ্যে দায়িত্ববোধ আরও সুদৃঢ় হবে এবং ডুয়েটকে একটি বিশ্বমানের বিশ্ববিদ্যালয় হিসেবে গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।’

প্রশিক্ষণ প্রোগ্রামে রিসোর্স পার্সন অধ্যাপক ড. এস. এম. কবীর অ্যাক্রেডিটেশনের উদ্দেশ্য, মানদণ্ড, স্ব-মূল্যায়নের ধাপ এবং আউটকাম বেইজড এডুকেশনের পাঠ্যক্রম বাস্তবায়নের কৌশল নিয়ে বিস্তারিত আলোচনা করেন। পরে প্রশ্নোত্তর পর্বের মাধ্যমে প্রশিক্ষণটি সমাপ্ত হয়। | প্রশিক্ষণ প্রোগ্রামে বিশ্ববিদ্যালয়ের সকল অনুষদের ডীন, বিভাগীয় প্রধান, ইনস্টিটিউট পরিচালক ও অন্যান্য পরিচালকবৃন্দ, অতিরিক্ত পরিচালক, সহকারী অধ্যাপক ও প্রভাষকগণ এবং সংশ্লিষ্ট বিভাগের বিভাগীয় প্রোগ্রাম সেল্ফ অ্যাসেসমেন্ট কমিটির সম্মানিত সদস্যবৃন্দ অংশগ্রহণ করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর