রবিবার, ১৬ নভেম্বর ২০২৫, ০৫:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম
শিরোনাম
কাপাসিয়ায় সালাউদ্দীন আইউবীর নেতৃত্বে দাঁড়িপাল্লার মিছিল ও সমাবেশ রংপুর-৩ আসনে নির্বাচনে অংশগ্রহণের প্রস্তুতি নিয়ে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ইউনিয়ান এর সাথে রিটা রহমান এর মতবিনিময় শিক্ষার্থীদের বৈশ্বিক মানে গড়ে তুলতে ইংরেজি ভাষা চর্চা অপরিহার্য- ডুয়েট উপাচার্য শিক্ষার আধুনিকায়নে সিলেবাসের কাজ করছে জাতীয় বিশ্ববিদ্যালয় -ভিসি জাতীয় বিশ্ববিদ্যালয় ঐক্যের বার্তা নিয়ে ভেসপাবস-এর ফ্যামিলি নাইট ও ডিনার অভ্যর্থনা ভেড়ামারায় ডায়াবেটিক দিবস পালিত  কালীগঞ্জে যুবদলের উদ্যোগে শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতর রাজারহাটের চাকিরপশার ইউপি’তে মাদক,দাদন ও দূর্নীতি প্রতিরোধ কমিটি গঠন সুজনের রংপুর জেলা ও মহানগর কমিটি গঠন

শ্রীপুরে দৌড়ে তাঁরাতাঁরি ট্রেন উঠতে গিয়ে পা পিছলে ট্রেনের নিচে পড়ে যান, বেঁচে গেলেও শেষ রক্ষা হয়নি

শেখ মোঃ হুমায়ুন কবির, নিজস্ব প্রতিবেদক / ৩০ টাইম ভিউ
আপডেট : মঙ্গলবার, নভেম্বর ৪, ২০২৫, ১২:২৫ পূর্বাহ্ণ

শেখ মোঃ হুমায়ুন কবির, নিজস্ব প্রতিবেদক

 

 

গাজীপুরের শ্রীপুরে তাঁরাতাঁরি করে দৌড়ে চলন্ত ট্রেনে উঠতে গিয়ে পা পিছলে চলন্ত ট্রেনের নিচে পড়ে যান কৃষক জালাল উদ্দিন (৪৫)। পুরো ট্রেন তাঁর ওপর দিয়ে গেলেও কাঁটা পড়েননি তিনি কিন্তু শেষ রক্ষা হয়নি, ময়মনসিংহ জেলা’র গফরগাঁও উপজেলা’র চরআগলী ইউনিয়নের নিধিরচর গ্রামের মোঃ তৈয়ব উদ্দিনের ছেলে জালাল উদ্দিন (৪৫)।

 

(২’ই নভেম্বর ২০২৫) রবিবার রাত পৌনে ৯:টার দিকে শ্রীপুর রেলস্টেশনে এ ঘটনা ঘটে, গুরুতর অবস্থায় তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়। প্রাথমিক চিকিৎসা শেষে সেখান থেকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথেই রাত পৌনে ১২:টার দিকে তাঁর মৃত্যু হয়েছে।

 

স্থানীয় এক দোকানদার জানান, স্টেশনে ভিন্ন দুটি লাইনে দুটি ট্রেন দাঁড়ানো ছিল এবং একই সঙ্গে ট্রেন দুটি ছাড়া শুরু করে। হঠাৎ জালাল উদ্দিন এক নম্বর লাইনে দৌড় দিলে পা পিছলে চোখের পলকে, জামালপুর কমিউটার ট্রেনটি তাঁর ওপর দিয়ে চলে যায় ট্রেনের নিচে পড়ে থাকেন তিনি।

 

ট্রেনটি চলে যাওয়ার পরপরই স্টেশনের লোকজনের সহযোগিতায় তাঁকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। হাসপাতালে তিনি স্বাভাবিকভাবে কথা বলছিলেন এবং নিজের নাম-ঠিকানা বলতে পারছিলেন। সেখানে চিকিৎসা নিয়ে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে যাওয়ার পথে তাঁর মৃত্যু হয়।

 

মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে চরআগলী ইউনিয়নের ৯নং ওয়ার্ড সদস্য মোঃ শহিদুল ইসলাম দুলু বলেন, রাতেই তিনি মারা গেছে।

 

(৩’ই নভেম্বর ২০২৫) সোমবার বেলা ১১:টায় জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে।

 

শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক জান্নাতুল ফেরদৌস বলেন, গতকাল রবিবার রাত ৯:টার পর গুরুতর আহত অবস্থায় কয়েকজন মানুষ জালাল উদ্দিন নামে একজনকে হাসপাতালে নিয়ে আসেন। তার অবস্থা সংকটাপন্ন ছিল। প্রাথমিক চিকিৎসা শেষে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

 

শ্রীপুর রেলস্টেশন মাস্টার মোঃ সাইদুর রহমান বলেন, এ রকম একটি ঘটনা ঘটেছে। তাৎক্ষণিকভাবে স্থানীয়রা হাসপাতালে নিয়ে যায়।

 

শ্রীপুর মডেল থানা’র ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহম্মদ আব্দুল বারিক বলেন, এ ঘটনার পরপরই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হতে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়, তা ছাড়া বিষয়টি রেলওয়ে পুলিশ দেখবেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর