গাজীপুর প্রতিনিধিঃ
গাজীপুরের শ্রীপুর পৌর এলাকার গরু হাটার এলাকায় সকালে এ ঘটনা ঘটে।
০২ জানুয়ারি ২৩ (মঙ্গলবার) সকালে উপজেলার পৌর এলাকার গরু হাটাযর পশ্চিম দক্ষিন পাশের ময়লার ভাগাড় থেকে সদ্য ভূমিষ্ঠ এক নবজাতকের মরদেহ পলিথিনে মোড়ানো অবস্থায়
উদ্ধার করেছে থানা পুলিশ।
সকালে হাটে চলাচলকারী পথচারীরা ময়লার ভাগাড়ের পাশে পলিথিনে মোড়ানো কার্টনে ওই নবজাতকের লাশ দেখতে পায়। নবজাতকের শর
পরে থানা-পুলিশকে খবর দেন তারা।
শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মনিরুজ্জামান জানান, পৌরসভার কাঁচাবাজারের এক ব্যবসায়ী (গরুহাটা) ময়লার স্তূপে ময়লা ফেলতে যায়। এসময় ময়লার স্তূপে একদিন বয়সী নবজাতকের মরদেহ পড়ে থাকতে দেখে। স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে।
ময়না তদন্তের জন্য মরদেহ গাজীপুর শহীদ তাজ উদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে বলে তিনি জানান।