লেখক – আহমদ রেজা
বাংলা আমার মাতৃ ভাষা
বাংলায় আমার প্রাণ,
জম্ম ভূমি বাংলায় মাগো
লক্ষ শহীদের প্রাণ।
মাতৃ ভাষা বাংলা মাগো
৫২ শহীদে ছিলো স্লোগান,
যাদের হারিয়ে পেয়েছি মোরা
বাংলার স্লোগান।
২১ আমার আত্ম অংহকার
শহীদের স্মরণে করি শ্রদ্ধা গেপন,
বাংলা ভাষায় শিখিলাম গান
যাদের আত্মত্যাগে বাংলায় পেলাম মাতৃভাষার মান।
জয় বাংলা জয় লক্ষ শহীদের মাতৃভাষাভাষী খোল।
অমর শহীদ বীর বাঙ্গালীর পুষ্পস্তাবক করিলাম দান,
বীর শ্রদ্ধা সম্মান মর্যাদা তোমাদের করিল দন।।