আসাদুজ্জামান স্টাফ রিপোর্টার
জাতীয় দৈনিক স্বদেশ বিচিত্রা-র অষ্টম বর্ষপূর্তি ও নবম বর্ষে পদার্পণ উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১ নভেম্বর) রাজধানীর সেগুনবাগিচা কচি-কাচা মিলনায়তনে এ উপলক্ষে বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে জাতীয় দৈনিক স্বদেশ বিচিত্রার সম্পাদক ও প্রকাশক কবি অশোক ধরের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের অবসরপ্রাপ্ত বিচারপতি মীর হাসমত আলী। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন সিনিয়র সাংবাদিক এম আবদুল্লাহ, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বদেশ বিচিত্রার প্রধান সম্পাদক রাজু আলিম সহ সাংস্কৃতিক ব্যক্তিত্ব,কবি, শিক্ষানুরাগী, আরো অনেক জ্ঞানীগুণী শিল্পীরা।
আলোচনা সভায় বক্তারা বলেন, স্বদেশ বিচিত্রা গত আট বছর ধরে বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন ও সত্য প্রকাশে নিরলসভাবে কাজ করে আসছে। পত্রিকাটি পাঠকপ্রিয়তা অর্জনের পাশাপাশি সমাজ পরিবর্তনের ইতিবাচক ধারায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।
বক্তারা আরও বলেন, একটি জাতীয় দৈনিকের শক্তি হলো তার পাঠক ও সংবাদকর্মীরা। তাই এই পত্রিকাকে আরও সমৃদ্ধ করতে প্রত্যেককে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা রাখতে হবে।
অনুষ্ঠানের শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে সঙ্গীত, আবৃত্তি, নৃত্য ও নাট্য পরিবেশনার মাধ্যমে অতিথিদের মনোমুগ্ধ করে তুলেন শিল্পীরা।