মঙ্গলবার, ০৪ নভেম্বর ২০২৫, ০২:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম
শিরোনাম
শ্রীপুরে দৌড়ে তাঁরাতাঁরি ট্রেন উঠতে গিয়ে পা পিছলে ট্রেনের নিচে পড়ে যান, বেঁচে গেলেও শেষ রক্ষা হয়নি খুলনা -৬ আসনে বিএনপির প্রার্থী মনিরুল হাসান বাপ্পী  গাজীপুরের ৬ আসনের মধ্যে ৪টিতে ধানের শীষের প্রার্থী ঘোষণা বিএনপির ইনফিনিক্স স্মার্টফোন কিনে ট্যাব, ল্যাপটপ, ইলেক্ট্রিক বাইক জেতার সুযোগ সুদ ব্যবসায়ী আইনজীবির করা হয়রানি মুলক ১৫ মামলার গ্যারাকলে ঐশী পরিবার প্রযুক্তির জাদুকর সৈকত: ফেসবুক আইডি উদ্ধার থেকে সাইবার সুরক্ষায় ভরসা আলোচনা সভা ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে দৈনিক স্বদেশ বিচিত্রার বর্ষপূর্তি বিয়ের দিনক্ষণ ঠিক করতে গিয়ে গণপিটুনিতে নিহত রুপলাল দাসের মেয়ের বিয়ে নেই কোন আনন্দ গাকৃবির অর্জন ও আগামীর লক্ষ্য নিয়ে আন্তর্জাতিক কনফারেন্সের ঘোষণা-ভিসির জাপান সফর শেষে দেশে ফিরেছেন বাউবি উপাচার্য

আলোচনা সভা ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে দৈনিক স্বদেশ বিচিত্রার বর্ষপূর্তি

হাজ্বীঃ আসাদুজ্জামান স্টাফ রিপোর্টার / ১৭ টাইম ভিউ
আপডেট : সোমবার, নভেম্বর ৩, ২০২৫, ৫:২৫ অপরাহ্ণ

আসাদুজ্জামান স্টাফ রিপোর্টার

 

জাতীয় দৈনিক স্বদেশ বিচিত্রা-র অষ্টম বর্ষপূর্তি ও নবম বর্ষে পদার্পণ উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১ নভেম্বর) রাজধানীর সেগুনবাগিচা কচি-কাচা মিলনায়তনে এ উপলক্ষে বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করা হয়।

 

অনুষ্ঠানে জাতীয় দৈনিক স্বদেশ বিচিত্রার সম্পাদক ও প্রকাশক কবি অশোক ধরের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের অবসরপ্রাপ্ত বিচারপতি মীর হাসমত আলী। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন সিনিয়র সাংবাদিক এম আবদুল্লাহ, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বদেশ বিচিত্রার প্রধান সম্পাদক রাজু আলিম সহ সাংস্কৃতিক ব্যক্তিত্ব,কবি, শিক্ষানুরাগী, আরো অনেক জ্ঞানীগুণী শিল্পীরা।

 

আলোচনা সভায় বক্তারা বলেন, স্বদেশ বিচিত্রা গত আট বছর ধরে বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন ও সত্য প্রকাশে নিরলসভাবে কাজ করে আসছে। পত্রিকাটি পাঠকপ্রিয়তা অর্জনের পাশাপাশি সমাজ পরিবর্তনের ইতিবাচক ধারায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

 

বক্তারা আরও বলেন, একটি জাতীয় দৈনিকের শক্তি হলো তার পাঠক ও সংবাদকর্মীরা। তাই এই পত্রিকাকে আরও সমৃদ্ধ করতে প্রত্যেককে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা রাখতে হবে।

 

অনুষ্ঠানের শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে সঙ্গীত, আবৃত্তি, নৃত্য ও নাট্য পরিবেশনার মাধ্যমে অতিথিদের মনোমুগ্ধ করে তুলেন শিল্পীরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর