মোঃ নাসির উদ্দিন গাজীপুর প্রতিনিধি
ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান হাদি এবং চট্টগ্রাম মহানগর বিএনপির আহ্বায়ক এরশাদ উল্লাহর ওপর হামলার প্রতিবাদ ও দোষীদের দ্রুত গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে গাজীপুর মহানগর বিএনপির উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৩ ডিসেম্বর) বিকেলে গাজীপুর মহানগরের রথখোলা এলাকায় এ সমাবেশ অনুষ্ঠিত হয়। পরে সেখান থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে নগরীর গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে শিববাড়ী মোড় এলাকায় গিয়ে শেষ হয়। বিক্ষোভ মিছিলে নেতৃত্ব দেন গাজীপুর-২ আসনের বিএনপির মনোনীত প্রার্থী ও গাজীপুর মহানগর বিএনপির সাধারণ সম্পাদক এম. মঞ্জুরুল করিম রনি।
সমাবেশে বক্তব্যে এম. মঞ্জুরুল করিম রনি শরীফ ওসমান হাদির ওপর গুলি বর্ষণের ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বলেন, “এটি একটি পরিকল্পিত ও ষড়যন্ত্রমূলক হামলা। আসন্ন নির্বাচনকে বানচাল করার উদ্দেশ্যেই এমন ন্যাক্কারজনক ঘটনা ঘটানো হয়েছে।” তিনি অবিলম্বে হামলাকারীদের গ্রেপ্তার করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
তিনি আরও বলেন, “দেশে পতিত আওয়ামী সন্ত্রাসী চক্রের সঙ্গে একটি অশুভ শক্তি আঁতাত করে নির্বাচনকে বাধাগ্রস্ত করার অপচেষ্টা চালাচ্ছে। তবে দেশের জনগণ আগামী ১২ ফেব্রুয়ারির নির্বাচনে এসব ষড়যন্ত্রকারীদের উপযুক্ত জবাব দেবে।”
এ সময় তিনি চট্টগ্রাম মহানগর বিএনপির আহ্বায়ক এরশাদ উল্লাহর ওপর হামলার ঘটনাতেও তীব্র নিন্দা জানান এবং এর সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেপ্তারের দাবি করেন।
বিক্ষোভ মিছিলে বিএনপির সিনিয়র নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন বিএনপি নেতা আহমেদ আলী রূশদী, অ্যাডভোকেট শহীদুজ্জামান, অ্যাডভোকেট আব্দুস সালাম, সাবেক কাউন্সিলর হান্নান মিয়া হান্নু, হাসান আজমল ভূইয়া, সুরুজ আহমেদ, জয়নাল আবেদীন তালুকদার, অ্যাডভোকেট সাইফুল ইসলাম মোল্লা, অ্যাডভোকেট নাসির উদ্দিন নাসিরসহ আরও অনেকে।
এছাড়াও সাংবাদিক ইউনিয়ন গাজীপুরের সভাপতি দেলোয়ার হোসেন, খান জাহিদ, আতাউর রহমান, মাহমুদুল হাসান রাজু, ইমরান রেজা, রোহানুজ্জামান শুক্কুরসহ বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী বিক্ষোভে অংশগ্রহণ