মঙ্গলবার, ০৪ নভেম্বর ২০২৫, ০২:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম
শিরোনাম
শ্রীপুরে দৌড়ে তাঁরাতাঁরি ট্রেন উঠতে গিয়ে পা পিছলে ট্রেনের নিচে পড়ে যান, বেঁচে গেলেও শেষ রক্ষা হয়নি খুলনা -৬ আসনে বিএনপির প্রার্থী মনিরুল হাসান বাপ্পী  গাজীপুরের ৬ আসনের মধ্যে ৪টিতে ধানের শীষের প্রার্থী ঘোষণা বিএনপির ইনফিনিক্স স্মার্টফোন কিনে ট্যাব, ল্যাপটপ, ইলেক্ট্রিক বাইক জেতার সুযোগ সুদ ব্যবসায়ী আইনজীবির করা হয়রানি মুলক ১৫ মামলার গ্যারাকলে ঐশী পরিবার প্রযুক্তির জাদুকর সৈকত: ফেসবুক আইডি উদ্ধার থেকে সাইবার সুরক্ষায় ভরসা আলোচনা সভা ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে দৈনিক স্বদেশ বিচিত্রার বর্ষপূর্তি বিয়ের দিনক্ষণ ঠিক করতে গিয়ে গণপিটুনিতে নিহত রুপলাল দাসের মেয়ের বিয়ে নেই কোন আনন্দ গাকৃবির অর্জন ও আগামীর লক্ষ্য নিয়ে আন্তর্জাতিক কনফারেন্সের ঘোষণা-ভিসির জাপান সফর শেষে দেশে ফিরেছেন বাউবি উপাচার্য

ইনফিনিক্স স্মার্টফোন কিনে ট্যাব, ল্যাপটপ, ইলেক্ট্রিক বাইক জেতার সুযোগ

ডেস্ক রিপোর্ট / ৫ টাইম ভিউ
আপডেট : সোমবার, নভেম্বর ৩, ২০২৫, ৬:৪০ অপরাহ্ণ

ডেস্ক রিপোর্ট 

 

 

নভেম্বরের শীতল হাওয়ায় যখন শহর ধীরে ধীরে মোড় নিচ্ছে, তখন স্মার্টফোনপ্রেমীদের জন্য ইনফিনিক্স নিয়ে এসেছে নতুন এক উৎসবের উপলক্ষ। জনপ্রিয় এই প্রযুক্তি ব্র্যান্ড ঘোষণা করেছে মাসব্যাপী “উইন্টার ডিলস” ক্যাম্পেইন, যেখানে নির্দিষ্ট স্মার্টফোন কেনার সঙ্গে থাকছে দারুণ সব পুরস্কার জিতে নেওয়ার সুযোগ।

 

১ নভেম্বর থেকে ৩০ নভেম্বর ২০২৫ পর্যন্ত চলবে এই বিশেষ ক্যাম্পেইন। দেশের যেকোনো ইনফিনিক্স অফিসিয়াল আউটলেট থেকে ইনফিনিক্স হট ৬০ সিরিজ, নোট ৫০ সিরিজ, অথবা জিটি ৩০ সিরিজ-এর যেকোনো মডেল ক্রয় করলেই গ্রাহকরা অংশ নিতে পারবেন “উইন্টার ডিলস” ড্র-এ। সেখানে ভাগ্যবান ক্রেতারা পেতে পারেন আকর্ষণীয় ক্যাশব্যাক, ইনফিনিক্সের স্মার্টফোন, ট্যাব, ল্যাপটপ, এমনকি রিভো ইলেকট্রিক গাড়ি পর্যন্ত জিতে নেওয়ার সুযোগ।

 

শীতের শুরুর নিস্তব্ধতায় এই উদ্যোগটি এনেছে এক ভিন্নধর্মী উদ্দীপনা। ইনফিনিক্স এবার প্রযুক্তিকে যুক্ত করেছে প্রত্যাশা ও আনন্দের সঙ্গে—যেখানে একটি সাধারণ কেনাকাটাই পরিণত হতে পারে এক অনন্য অভিজ্ঞতায়। যারা দীর্ঘদিন ধরে নতুন ফোন কেনার কথা ভাবছিলেন, তাদের জন্য এটি হতে পারে এক উপযুক্ত সময়।

 

ক্যাম্পেইনে অন্তর্ভুক্ত প্রতিটি সিরিজই ইনফিনিক্সের ভিন্ন ভিন্ন দর্শনকে তুলে ধরে। হট ৬০ সিরিজ পারফরম্যান্স ও ফ্যাশনপ্রেমীদের জন্য, নোট ৫০ সিরিজ ফ্ল্যাগশিপ মানের ফিচারকে সহজলভ্য করেছে সাশ্রয়ী দামে, আর জিটি ৩০ সিরিজ গেমিং, শক্তি ও সাহসী ডিজাইনে আলাদা করে নজর কাড়ে। তিনটি সিরিজ মিলে ইনফিনিক্সের তরুণ ও উদ্ভাবনপ্রেমী ব্যবহারকারীদের প্রতি প্রতিশ্রুতিকেই প্রকাশ করে।

 

ইনফিনিক্সের “উইন্টার ডিলস” ক্যাম্পেইনটি মূলত শীতকালীন কেনাকাটায় ভোক্তাদের জন্য একটি ভিন্নধর্মী অভিজ্ঞতা দিতে চায়। মাসব্যাপী এই উদ্যোগের মাধ্যমে ব্র্যান্ডটি প্রযুক্তিপণ্য কেনার অভ্যাসে কিছুটা উদ্দীপনা ও অংশগ্রহণের অনুভূতি যোগ করতে চেয়েছে। সীমিত সময়ের এই অফারে ক্রেতারা যেমন নিজেদের পছন্দের স্মার্টফোন কিনতে পারছেন, তেমনি পাচ্ছেন অতিরিক্ত পুরস্কার জিতে নেওয়ার সুযোগ—যা শীতের বাজারে এক নতুন মাত্রা যোগ করেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর