মাহমুদুল হাসান
তামাক মুক্ত বাংলাদেশ চাই এ স্লোগানকে সামনে রেখে বুধবার সকাল ১১ টার সময় কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলা কনফারেন্স রুমে উপজেলা প্রশাসনের সহযোগিতায় তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়ন ট্রাস্কফোর্স কমিটির ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন উপজেলা সহকারী কমিশনার ভুমি ডা: গাজী আশিক বাহার তিনি বলেন, তামাক উৎপাদন ক্রয়-বিক্রয় একেবারে বন্ধ করা যাবে না। তামাক মুক্ত বাংলাদেশ গড়তে হলে সামাজিকভাবে প্রতিরোধ করতে হবে। সমাজের সব শ্রেণীর মানুষকে এগিয়ে এসে তামাক কে বয়কট করতে হবে। যে জমিতে তামাক চাষ করে সেই জমিতে অন্য কোন ফসল ভালো হয় না। তার কারণ মাটির উর্বর শক্তি কমে যায়। বাংলাদেশে তামাক শিল্প প্রতিষ্ঠান গুলো যে পরিমাণের ভ্যাট দেয় তার চেয়ে বাংলাদেশ সরকার দ্বিগুণ টাকা ক্যান্সার চিকিৎসার জন্য চিকিৎসা খাতে দিয়ে থাকে। আরো বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মিজানুর রহমান, উপজেলা সমাজসেবা কর্মকর্তা এমদাদুল হক বিশ্বাস, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার জালাল উদ্দিন, নাসির টোবাকো ইন্ডাস্ট্রিজ লিঃ এ জি এম এ এফ এস নাসরুল্লাহ খান, উপজেলা বি আর ডি বি কর্মকর্তা জহির উদ্দিন, সার্ভিস স্টেশন মাস্টার শরিফুল ইসলাম, ভেড়ামারা থানার এস আই সাইদুল ইসলাম, উপজেলা স্যানেটারী ইন্সপেক্টর আব্দুর রাজ্জাক প্রমৃখ।