মোক্তার হোসেন কয়রা (খুলনা),প্রতিনিধি
খুলনার কয়রা উপজেলার ৩নং কয়রা গ্রামে ধানক্ষেতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আব্দুর রহমান (৩৬) নামে এক যুবক নিহত হয়েছেন। তিনি একই গ্রামের আব্দুস সামাদ সরদারের পুত্র। গতকাল ভোর আনুমানিক ৬টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, একই গ্রামের মাহবুব সরদারের ধানক্ষেতে বৈদ্যুতিক তার টানানো ছিল ধানক্ষেত পাহারার জন্য। ভোরে কাজের উদ্দেশ্যে ক্ষেতের পাশ দিয়ে যাওয়ার সময় আব্দুর রহমান অসাবধানতাবশত বৈদ্যুতিক তারে জড়িয়ে পড়েন এবং ঘটনাস্থলেই মৃত্যুবরণ করেন।
এ ঘটনায় এলাকাবাসীর অভিযোগ, উপজেলা কৃষি অফিসের তদারকি ও সচেতনতা কার্যক্রমে মারাত্মক অবহেলার কারণে এ দুর্ঘটনা ঘটেছে। তাদের দাবি, কৃষি অফিসের নিয়মিত মনিটরিং ও বৈদ্যুতিক তার ব্যবহার রোধে কার্যকর পদক্ষেপ থাকলে এ মৃত্যু এড়ানো সম্ভব হতো।
কয়রা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোতালেব হোসেন বলেন, ভুক্তভোগী পরিবার এখনও মামলা করেনি। তারা যদি মামলা করতে চান, তবে এটি অপমৃত্যু মামলা হিসেবে নথিভুক্ত হবে।
গ্রামবাসীরা দাবি করেছেন কৃষি অফিসের অবহেলা ও নিরাপত্তা নির্দেশনার অভাবে এমন মৃত্যুর ঘটনা ক্রমেই বেড়ে চলেছে। দ্রুত তদন্ত ও দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন তারা।