মোঃনাসির উদ্দিন গাজীপুর জেলা প্রতিনিধি
গাজীপুর -৪ (কাপাসিয়া) সংসদীয় আসনে জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য পদ প্রার্থী সালাউদ্দিন আইউবী’র নেতৃত্বে দাড়িপাল্লার সমর্থনে বিশাল মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল( শুক্রবার) বিকেলে উপজেলা চত্ব থেকে শুরু হয়ে মিছিলটি প্রধান সড়ক প্রদক্ষিণ করে কাপাসিয়া বাসস্ট্যান্ডে এসে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়। সুশৃঙ্খল ও শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত এই মিছিলে কৃষক, শ্রমিক, সাধারণ মানুষ, কর্মী-সমর্থক, যুবসমাজ সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশ গ্রহণ করেন। পুরো উপজেলা জুড়ে তৈরি হয় উৎসবমুখর পরিবেশ
কাপাসিয়ায় দাড়িপাল্লার পক্ষে আয়োজিত বিশাল মিছিল আজ শুক্রবার বিকেলে উপজেলা চত্বর থেকে শুরু হয়ে প্রধান সড়ক প্রদক্ষিণ করে কাপাসিয়া বাসস্ট্যান্ডে এসে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।
সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি ও বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত গাজীপুর-৪, (কাপাসিয়া) আসনের জাতীয় সংসদ সদস্য পদপ্রার্থী সালাহউদ্দিন আইউবী।
সমাবেশে তিনি বলেন, কাপাসিয়ার মানুষের অধিকার, উন্নয়ন, নিরাপত্তা ও রাজনৈতিক ন্যায়বিচার প্রতিষ্ঠার জন্যে দাঁড়িপাল্লা এখন আশার প্রতীক হয়ে দাড়িয়েছে। জামায়াতে ইসলামীর নির্বাচনী প্রতীক দাঁড়িপাল্লা আজ জনগণের গভীর ভালোবাসায় সিক্ত হয়ে উর্বর ভূমিতে পরিনত হয়েছে। কাপাসিয়ার মানুষ আজ পরিবর্তনের জন্য অপেক্ষা করছেন।
তিনি আর বলেন, সুশাসন প্রতিষ্ঠা, শিক্ষার প্রসার, স্বাস্থ্যসেবার উন্নয়ন, কৃষক-শ্রমিকের ন্যায্য অধিকার নিশ্চিত এবং সন্ত্রাস, মাদক ও চাঁদাবাজ মুক্ত শান্তিময় সমাজ প্রতিষ্ঠিত করাই হবে তার মূল লক্ষ্য ।
সমাবেশে সভাপতিত্ব করেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কাপাসিয়া উপজেলা আমীর মাওলানা ফরহাদ হোসেন মোল্লা। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন কাপাসিয়া উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি মাওলানা তোফাজ্জল হোসেন, সহকারী সেক্রেটারি মাওলানা আব্দুল ফাত্তাহ, মাওলানা ইমতিয়াজ বকুল প্রমূখ।
নেতৃবৃন্দ দাঁড়িপাল্লার পক্ষে জনগণের উচ্ছ্বাসকে কাপাসিয়ায় নতুন রাজনৈতিক জাগরণের সূচনা বলে অভিহিত করেন।