নজমুল হক স্টাফ রিপোর্টার গাজীপুর
গাজীপুর মহানগরের কোনাবাড়ীতে ভয়াবহ অগ্নিকাণ্ডে একটি ঝুটের গোডাউন ও ১৩টি মুদি দোকান পুড়ে গেছে। বুধবার (১০ ডিসেম্বর) ভোর সাড়ে ৪টার সময় মহানগরীর কোনাবাড়ী আমবাগ পূর্বপাড়া এলাকায় নজরুল ইসলামের ঝুট গুদাম থেকে আগুনের সূত্রপাত হয়।জানা গেছে, ঝুট গোডাউন থেকে আগুন আশেপাশে থাকা মুদি দোকান গুলোতে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে কোনাবাড়ী মর্ডান ফায়ার সার্ভিসের দুটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। পরে সারাবো মর্ডান ফায়ার সার্ভিসের আরও দুটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে সহায়তা করে।কোনাবাড়ী মর্ডান ফায়ার সার্ভিসের ওয়্যার হাউস ইন্সপেক্টর সাইফুল ইসলাম বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে। এ ঘটনায় ৩০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। তবে হতাহতের কোনো ঘটনা ঘটেনি। স্থানীয় বাসিন্দারা অভিযোগ করে বলেন অপরিকল্পিতভাবে ঝুট গোডাউন তৈরি এবং কোন গোডাউনে অগ্নিকাণ্ড প্রতিরোধের কোন ব্যবস্থা না থাকা ব্যাপক ক্ষয়ক্ষতি হয় ।