স্টাফ রিপোর্টার, গাজীপুর
গাজীপুর সিটি কর্পোরেশনের কোনাবাড়ি আমবাগ এলাকায় ঝুট গোডাউনে ভয়াবহ অগ্নি কাণ্ডের ঘটনা ঘঠেছে। প্রায় ১ ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন ফায়ারসার্ভিসের চার ইউনিটের কর্মীরা। রোববার (৬ ডিসেম্বর) সকাল সাড়ে ৫ টার সময় মহানগরের কোনাবাড়ি আমবাগ কমিশনার মার্কেট এলাকায় একটি ঝুট গোডাউন থেকে এ আগুনের সূত্র পাত হয়। খবর পেয়ে কোনাবাড়ি মর্ডান ফায়ার সার্ভিসের ২ টি ইউনিট দ্রুত ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করে। পরে সহয়তায় গাজীপুর চৌরাস্তা মর্ডান ফায়ারসার্ভিস থেকে আরও ২ টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে যোগ দেয়। প্রায় এক ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসলেও চার ঘন্টা পর সম্পূর্ণ নির্বাবণ আনতে সক্ষম হয় ফায়ারসার্ভিসের কর্মীরা। স্থানীয়রা বলছেন অপরিকল্পিত ভাবে গোড়ে উঠা ঝুট গোডাউন দিনদিন ঝুঁকির কারণ হয়ে দাঁড়িয়েছে। একই এলাকায় ৬ দিনের ব্যবধানে আবারও ঝুট গোডাউন আগুনের বিষয়টি নিয়ে জনমন আতংক সৃষ্টি হয়েছে। স্থানীয়দের দাবি এটি কি আসলেও বৈদ্যুতিক সর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত? নাকি অন্য কিছু। ঝুট গোডাউনের মালিক ফজলুর রহমান বলেন, ভোর ৫ টা ২০ মিনিটের সময় আমার ঝুট গোডাউনে আগুন লাগার খবর পাই। বাসা থেকে আসতে আসতে আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। কোন মালামাল বের করতে পারিনি। সব পুড়ে শেষ হয়ে যায়। এর আগে শনিবার (৬ ডিসেম্বর) রাত ৯ টার সময় কোনাবাড়ি আমবাগ বোর্ডঘর এলাকায় শাহজাহান মিয়ার সেমিপাকা টিনসেট রুমে অগ্নি কাণ্ডের ঘটনা ঘটে। কোনাবাড়ি মর্ডান ফায়ার সার্ভিসের ২ ইউনিট প্রায় ১ ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন। এতে প্রায় ৯ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। কোনাবাড়ি মর্ডান ফায়ার সার্ভিসের ওয়্যার হাউজ পরিদর্শক মোঃ সাইফুল ইসলাম জানান,আমবাগ কমিশনার মার্কেট এলাকায় একটি ঝুট গোডাউনে আগুন লাগলে মুহুর্তের মধ্যে তা ছড়িয়ে পড়ে। খবর পেয়ে কোনাবাড়ি ও গাজীপুর চৌরাস্তা মর্ডান ফায়ার সার্ভিসের চারটি ইউনিট এক ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। তবে এতে কোন হতাহতের ঘটনা ঘটেনি। এ ঘটনায় ৩০ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। উদ্ধার করা হয়েছে ২ কোটি টাকার মালামাল। এছাড়াও শনিবার রাত ৯ টার সময় কোনাবাড়ি থানাধীন আমবাগ বোর্ডঘর এলাকায় বসতবাড়িতে অগ্নি কাণ্ডের ঘটনা ঘটে। এতে প্রায় ৯ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন ফায়ারসার্ভিসের ওই কর্মকর্তা।