নজমুল হক স্টাফ রিপোর্টার গাজীপুর
গাজীপুর মহানগরের কোনাবাড়ী থানাধীন আমবাগ পশ্চিমপাড়া মিতালী ক্লাব এলাকায় ভয়াবহ আগুনে পুড়ে ছাই হয়ে গেছে অন্তত ২০টি ঝুটের গুদাম ।শুক্রবার (১২ ডিসেম্বর) আনুমানিক রাত সাড়ে ৩টার দিকে এ ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা যায়, প্রথমে পূর্ব পাশে একটি ঝুট গুদামে আগুন লাগে।পরে ছড়িয়ে পড়ে অন্যান্য গুদামে। সেই আগুনে অন্তত ২০ থেকে ২৫টি গুদাম পুড়ে ছাই হয়ে যায়। কোন গুদাম থেকে মালামাল বের করা সম্ভব হয়নি। ফায়ার সার্ভিস সূত্রে আরও জানা যায়, ৩টা ৪০ মিনিটে তারা আগুন লাগার খবর পান এবং ৩টা ৪৮ মিনিটে ঘটনাস্থলে পৌঁছান। কোনাবাড়ীর ২টি ও সারাবোর ৩টিসহ মোট ৫টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করে প্রায় দীর্ঘ ২ ঘন্টা প্রচেষ্টায় সকাল সোয়া ৬টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।কাশিমপুর সারাবো মর্ডান ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার মো. তাশারফ হোসেন জানান, ৩টা ৪০ মিনিটে আমরা খবর পাই এবং ৩টা ৪৮ মিনিটে ঘটনাস্থলে পোঁছাই। দীর্ঘ সোয়া ২ ঘন্টা পর অর্থাৎ সকাল ৬টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।আগুন লাগার কারণ ও ক্ষয়-ক্ষতির পরিমাণ জানা যায়নি।
আমবাগ এলাকায় বার বার আগুন লাগার কারণ সম্পর্কে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, এখানে ঝুট গুদামের মালিকদের আরও সচেতন হতে হবে।ঝুট গুদাম মালিকদের অসচেতনার কারণে ও এই শুকনো মৌসুমে বৈদ্যুতিক সর্ট সার্কিটেও আগুন লাগে।