বুধবার, ০৫ নভেম্বর ২০২৫, ১০:৩২ অপরাহ্ন
শিরোনাম
শিরোনাম
গাজীপুরে সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় স্বেচ্ছাসেবক দলের দুই নেতা বহিষ্কার চাঁদপুরে বাউবির নবনির্মিত অফিস ভবনের উদ্বোধন তিস্তা ব্যারেজ থেকে দেখা মিলছে কাঞ্চনজঙ্ঘা পানিতে ৬০ দিন টিকে থাকার সক্ষমতা ও উজ্জ্বলতম ডিসপ্লে নিয়ে রিয়েলমি সি৮৫ প্রো উন্মোচন উপজেলা তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়ন ট্রাস্কফোর্স কমিটির ত্রৈমাসিক সভা  কাউনিয়ায় নিজ কন্যাকে ধর্ষণ চেষ্টায় বাবা গ্রেফতার গাকৃবির সাথে ব্র্যাক সিডের চুক্তিপত্র স্বাক্ষরিত কার্যকর সহযোগিতার আহ্বান ভিসির শ্রীপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদকসহ ৩ সাংবাদিকের নামে হয়রানিমূলক মামলার প্রতিবাদ  বারি’র “কেন্দ্রীয় গবেষণা পর্যালোচনা ও কর্মসূচি প্রণয়ন কর্মশালা-২০২৫” এর উদ্বোধন গাজীপুরে স্বরাষ্ট্র উপদেষ্টার হুঁশিয়ারি অপরাধের জড়ালে কোন ছাড় নয়

গাকৃবির সাথে ব্র্যাক সিডের চুক্তিপত্র স্বাক্ষরিত কার্যকর সহযোগিতার আহ্বান ভিসির

নজমুল হক, স্টাফ রিপোর্টার গাজীপুর / ৬ টাইম ভিউ
আপডেট : বুধবার, নভেম্বর ৫, ২০২৫, ৬:০৭ অপরাহ্ণ

নজমুল হক, স্টাফ রিপোর্টার গাজীপুর

 

পারস্পরিক সহযোগিতা জোরদারের লক্ষ্যে ৫ নভেম্বর বুধবার গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয় (গাকৃবি) ও ব্র্যাক সিড অ্যান্ড অ্যাগ্রো এন্টারপ্রাইজের মধ্যে একটি গুরুত্বপূর্ণ সহযোগিতামূলক চুক্তিপত্র (লেটার অব অ্যাগ্রিমেন্ট) স্বাক্ষরিত হয়েছে। চুক্তির মূল উদ্দেশ্য হলো কৃষিক্ষেত্রে উদ্ভাবনী গবেষণা পরিচালনা, টেকসই কৃষি প্রযুক্তি ও পণ্যের ব্যবহার সম্প্রসারণ, শিল্প ও শিক্ষাঙ্গনের মধ্যে কার্যকর সমন্বয় গড়ে তোলা এবং উদ্ভাবিত জাত ও প্রযুক্তির মাঠ পর্যায়ে ব্যবহার নিশ্চিত করা। কৃষির সার্বিক উন্নয়ন ও সমৃদ্ধ ভবিষ্যৎ নির্মাণে নতুন দিগন্ত উন্মোচনকারী এ চুক্তি স্বাক্ষরিত হয় দুপুর আড়াই টায় গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কাউন্সিল সভাকক্ষে। এ চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গাকৃবির ট্রেজারার প্রফেসর ড. মোঃ সফিউল ইসলাম আফ্রাদ। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাকৃবির ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. জিকেএম মোস্তাফিজুর রহমান।

 

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাকৃবির প্রো-ভিসি প্রফেসর ড. এম. ময়নুল হক এবং ব্র্যাকের সিনিয়র পরিচালক, মোহাম্মদ আনিসুর রহমান। এ সময় আরো উপস্থিত ছিলেন ব্র্যাকের সহযোগী পরিচালক মোঃ আজিজুল হকসহ অন্যান্য কর্মকতাবৃন্দ এবং গাকৃবির বিভিন্ন অনুষদীয় ডিন, প্রক্টর প্রফেসর ড. মোহাম্মদ সাইফুল আলম, পরিচালক এবং সিনিয়র শিক্ষকবৃন্দ। গাকৃবির রেজিস্ট্রার মোঃ আবদুল্লাহ্ মৃধার সঞ্চালনায় অনুষ্ঠিত চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানের শুরু হয় প্রাণবন্ত এক পরিচিতি পর্বের মাধ্যমে। পরে ব্র্যাক সিড অ্যান্ড অ্যাগ্রো এন্টারপ্রাইজের পক্ষ থেকে ইতিহাস-ঐতিহ্য ও কর্মপরিধির উপর একটি প্রেজেন্টেশন দেন ব্র্যাকের সহকারী জেনারেল ম্যানেজার ড. মোঃ আরিফুল ইসলাম। গাকৃবির পক্ষ থেকে প্রদর্শন করা হয় একটি ডকুমেন্টারি যেখানে বিশ্ববিদ্যালয়ের ইতিহাস, উদ্ভাবন ও সাফল্যের বিবিধ দিক তুলে ধরা হয়। পরে গাকৃবির পক্ষ থেকে চুক্তিপত্রে স্বাক্ষর করেন ট্রেজারার প্রফেসর ড. মোঃ সফিউল ইসলাম আফ্রাদ এবং ব্র্যাক সিডের পক্ষে স্বাক্ষর করেন মোহাম্মদ আনিসুর রহমান। চুক্তি স্বাক্ষর শেষে মোহাম্মদ আনিসুর রহমান বলেন, “কৃষক ও খামারি পর্যায়ে উদ্ভাবিত জাত ও প্রযুক্তিগুলো ছড়িয়ে দিতে আমরা এ বিশ্ববিদ্যালয়ের সার্বিক সহযোগিতা চাই।” দেশের অর্থনীতিকে আরো সমুন্নত করতে এ চুক্তির মাধ্যমে দেশ ও বিদেশের কৃষিতে বিদ্যমান সমস্যা চিহ্নিত করে তা যৌথভাবে সমাধান করতে করার কথা ব্যক্ত করেন তিনি। অন্যদিকে প্রধান অতিথির বক্তব্যে ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. জিকেএম মোস্তাফিজুর রহমান দেশের অর্থনীতিকে গতিশীল করতে কার্যকর সহযোগিতার আহ্বান জানিয়ে বলেন, “বিশ্বায়নের এ যুগে যৌথ ইন্ডাস্ট্রিয়াল ও আন্তর্জাতিক কোলাবোরেশন অত্যন্ত জরুরি।” ব্র্যাক সিডের সাথে এ চুক্তির মাধ্যমে শিক্ষার্থীদের ইন্টার্নশিপের সুযোগ তৈরি হলে গাকৃবির গবেষণা ক্ষেত্র আরো শাণিত হবে বলে তিনি মনে করেন। এ সময় তিনি সাম্প্রতিক আন্তর্জাতিক র‍্যাঙ্কিং সমূহের বিভিন্ন ক্যাটেগরিতে গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয় যে দেশের সকল পাবলিক-প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের মধ্যে প্রথম স্থান অর্জন করেছে তা গর্বের সাথে তুলে ধরেন।

 

উল্লেখ্য, ব্র্যাক সিড অ্যান্ড এগ্রো এন্টারপ্রাইজ ১৯৭২ সাল থেকে টেকসই কৃষির মাধ্যমে দেশের খাদ্য নিরাপত্তা নিশ্চিত ও ক্ষুধা দূরীকরণে কাজ করে আসছে। কৃষক প্রশিক্ষণ ও ঘরোয়া সবজি চাষ দিয়ে যাত্রা শুরু করে প্রতিষ্ঠানটি এখন উচ্চমানের সবজি, ভুট্টা, ধান, আলুসহ প্রভৃতির বীজ উৎপাদনে অগ্রণী ভূমিকা রাখছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর