মোঃ নাসির উদ্দিন গাজীপুর জেলা প্রতিনিধি
গাজীপুরের নতুন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট হিসেবে মোহাম্মদ আলম হোসেন আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেছেন। সোমবার সন্ধ্যায় গাজীপুর সার্কিট হাউসে এক অনাড়ম্বর আয়োজনে ভারপ্রাপ্ত জেলা প্রশাসক ও স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক আহমদ হোসেনের কাছ থেকে তিনি দায়িত্ব নেন।
দায়িত্ব গ্রহণের পর নতুন জেলা প্রশাসক জেলা প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও), সহকারী কমিশনার (ভূমি) এবং অন্যান্য দপ্তরের কর্মকর্তাদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় ও পরিচিত হন।
২৭তম বিসিএস প্রশাসন ক্যাডারের কর্মকর্তা মোহাম্মদ আলম হোসেন জনপ্রশাসনে দীর্ঘদিনের অভিজ্ঞতা অর্জন করেছেন। দায়িত্ব গ্রহণের আগে তিনি প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ে উপসচিব হিসেবে দায়িত্ব পালন করছিলেন। যুক্তরাজ্যের ব্রিস্টল বিশ্ববিদ্যালয় থেকে সামাজিক নীতি বিষয়ে পিএইচডি ডিগ্রি অর্জনকারী এই কর্মকর্তা স্বচ্ছ, জনবান্ধব ও জবাবদিহিমূলক প্রশাসন গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেছেন।
দায়িত্ব গ্রহণের পর তিনি বলেন, “গাজীপুরে উন্নয়ন, সুশাসন ও শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখা এবং আগামীর জাতীয় নির্বাচনকে নিরপেক্ষ রাখতে সর্বাত্মকভাবে কাজ করবো।”
গাজীপুরে মাত্র পাঁচ দিনের ব্যবধানে জেলা প্রশাসকের পরিবর্তন হওয়ায় এটি প্রশাসনিক অঙ্গনে আলোচনার জন্ম দিয়েছে। নাফিসা আরেফিনের বদলি, মো. আজাদ জাহানের নিয়োগ পরিবর্তনের পর নতুন জেলা প্রশাসক হিসেবে দায়িত্ব পেলেন মোহাম্মদ আলম হোসেন। তার বাড়ি ময়মনসিংহে এবং তিনি ২০২১ সালে উপসচিব পদে পদোন্নতি লাভ করেন।
দায়িত্ব গ্রহণ উপলক্ষে সার্কিট হাউস প্রাঙ্গণে তাকে স্বাগত জানান অতিরিক্ত জেলা প্রশাসক মুতাচ্ছেম বিল্লাহ, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সালমা আক্তারসহ জেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা। নতুন ডিসি দায়িত্ব পালনে সকলের সহযোগিতা কামনা করেছেন।