রবিবার, ০৭ ডিসেম্বর ২০২৫, ০৯:০৮ পূর্বাহ্ন
শিরোনাম
শিরোনাম
বাংলাদেশ সেন্ট্রাল প্রেস ক্লাব (B.C.P.C)-এর প্রতিষ্ঠাতা সভাপতি খান সেলিম রহমানের শ্বশুরের ভোলায় দাফন সম্পূর্ণ ভেড়ামারা ইউ এন ও ক্রিকেট ফাইনাল খেলা অনুষ্ঠিত কালীগঞ্জে ওলামা মাশায়েখ পরিষদের সম্মেলন অনুষ্ঠিত পুলিশ গুছিয়ে উঠে নিজেরা সংহত হতে পেরেছে: রংপুরে পররাষ্ট্র উপদেষ্টা রংপুরে দুই সন্তানের জননীকে বিষপ্রয়োগে হত্যা আরব আমিরাতে ১২ বছরের বিচ্ছেদের পরে মা ছেলেকে একত্রিত করলো শারজাহ্ পুলিশ মাটি কেবল সম্পদ নয়, আমাদের অস্তিত্ব রক্ষার এক চিরন্তন আশ্রয় বিশ্ব মৃত্তিকা দিবস ২০২৫ উপলক্ষে গাকৃবি- ভিসি ভাঙছে নদীর ঢেউ  ভেড়ামারায় খালেদা জিয়ার শারীরিক সুস্থতা ও দীর্ঘায়ু কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত  গাসিকের প্রশাসক গোল্ডকাপ ২০২৫ উদ্বোধন

গাজীপুরের নতুন জেলা প্রশাসক মোহাম্মদ আলম হোসেনের দায়িত্ব গ্রহণ

মোঃনাসির উদ্দিন গাজীপুর প্রতিনিধি / ৩০ টাইম ভিউ
আপডেট : মঙ্গলবার, নভেম্বর ১৮, ২০২৫, ৪:৫৩ অপরাহ্ণ

মোঃ নাসির উদ্দিন গাজীপুর জেলা প্রতিনিধি

 

গাজীপুরের নতুন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট হিসেবে মোহাম্মদ আলম হোসেন আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেছেন। সোমবার সন্ধ্যায় গাজীপুর সার্কিট হাউসে এক অনাড়ম্বর আয়োজনে ভারপ্রাপ্ত জেলা প্রশাসক ও স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক আহমদ হোসেনের কাছ থেকে তিনি দায়িত্ব নেন।

 

দায়িত্ব গ্রহণের পর নতুন জেলা প্রশাসক জেলা প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও), সহকারী কমিশনার (ভূমি) এবং অন্যান্য দপ্তরের কর্মকর্তাদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় ও পরিচিত হন।

 

২৭তম বিসিএস প্রশাসন ক্যাডারের কর্মকর্তা মোহাম্মদ আলম হোসেন জনপ্রশাসনে দীর্ঘদিনের অভিজ্ঞতা অর্জন করেছেন। দায়িত্ব গ্রহণের আগে তিনি প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ে উপসচিব হিসেবে দায়িত্ব পালন করছিলেন। যুক্তরাজ্যের ব্রিস্টল বিশ্ববিদ্যালয় থেকে সামাজিক নীতি বিষয়ে পিএইচডি ডিগ্রি অর্জনকারী এই কর্মকর্তা স্বচ্ছ, জনবান্ধব ও জবাবদিহিমূলক প্রশাসন গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেছেন।

 

দায়িত্ব গ্রহণের পর তিনি বলেন, “গাজীপুরে উন্নয়ন, সুশাসন ও শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখা এবং আগামীর জাতীয় নির্বাচনকে নিরপেক্ষ রাখতে সর্বাত্মকভাবে কাজ করবো।”

গাজীপুরে মাত্র পাঁচ দিনের ব্যবধানে জেলা প্রশাসকের পরিবর্তন হওয়ায় এটি প্রশাসনিক অঙ্গনে আলোচনার জন্ম দিয়েছে। নাফিসা আরেফিনের বদলি, মো. আজাদ জাহানের নিয়োগ পরিবর্তনের পর নতুন জেলা প্রশাসক হিসেবে দায়িত্ব পেলেন মোহাম্মদ আলম হোসেন। তার বাড়ি ময়মনসিংহে এবং তিনি ২০২১ সালে উপসচিব পদে পদোন্নতি লাভ করেন।

 

দায়িত্ব গ্রহণ উপলক্ষে সার্কিট হাউস প্রাঙ্গণে তাকে স্বাগত জানান অতিরিক্ত জেলা প্রশাসক মুতাচ্ছেম বিল্লাহ, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সালমা আক্তারসহ জেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা। নতুন ডিসি দায়িত্ব পালনে সকলের সহযোগিতা কামনা করেছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর