মঙ্গলবার, ০৪ নভেম্বর ২০২৫, ০৩:১৬ পূর্বাহ্ন
শিরোনাম
শিরোনাম
শ্রীপুরে দৌড়ে তাঁরাতাঁরি ট্রেন উঠতে গিয়ে পা পিছলে ট্রেনের নিচে পড়ে যান, বেঁচে গেলেও শেষ রক্ষা হয়নি খুলনা -৬ আসনে বিএনপির প্রার্থী মনিরুল হাসান বাপ্পী  গাজীপুরের ৬ আসনের মধ্যে ৪টিতে ধানের শীষের প্রার্থী ঘোষণা বিএনপির ইনফিনিক্স স্মার্টফোন কিনে ট্যাব, ল্যাপটপ, ইলেক্ট্রিক বাইক জেতার সুযোগ সুদ ব্যবসায়ী আইনজীবির করা হয়রানি মুলক ১৫ মামলার গ্যারাকলে ঐশী পরিবার প্রযুক্তির জাদুকর সৈকত: ফেসবুক আইডি উদ্ধার থেকে সাইবার সুরক্ষায় ভরসা আলোচনা সভা ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে দৈনিক স্বদেশ বিচিত্রার বর্ষপূর্তি বিয়ের দিনক্ষণ ঠিক করতে গিয়ে গণপিটুনিতে নিহত রুপলাল দাসের মেয়ের বিয়ে নেই কোন আনন্দ গাকৃবির অর্জন ও আগামীর লক্ষ্য নিয়ে আন্তর্জাতিক কনফারেন্সের ঘোষণা-ভিসির জাপান সফর শেষে দেশে ফিরেছেন বাউবি উপাচার্য

গাজীপুরের ৬ আসনের মধ্যে ৪টিতে ধানের শীষের প্রার্থী ঘোষণা বিএনপির

ডেস্ক রিপোর্ট / ১০ টাইম ভিউ
আপডেট : সোমবার, নভেম্বর ৩, ২০২৫, ৭:১৫ অপরাহ্ণ

ডেস্ক রিপোর্ট 

 

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে গাজীপুরের ৬টি সংসদীয় আসনের মধ্যে ৪টির জন্য দলীয় প্রার্থীর নাম ঘোষণা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। সোমবার (৩ নভেম্বর) বিকেলে গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে অনুষ্ঠিত বৈঠক শেষে সংবাদ ব্রিফিংয়ে এই তথ্য নিশ্চিত করেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

 

গাজীপুর-২ এম. মঞ্জুরুল করিম রনি গাজীপুর সিটি কর্পোরেশনের সাবেক মেয়র অধ্যাপক এম এ মান্নানের সুযোগ্য সন্তান।গাজীপুর-৩ অধ্যাপক ডা: রফিকুল ইসলাম বাচ্চু বিএনপি’র কেন্দ্রীয় কমিটির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক।গাজীপুর-৪ শাহ রিয়াজুল হান্নান বিএনপি’র স্থায়ী কমিটির সাবেক সদস্য আ স ম হান্নান শাহ এর সুযোগ্য সন্তান।গাজীপুর-৫ এ কে এম ফজলুল হক মিলন গাজীপুর জেলা বিএনপির আহ্বায়ক ও সাবেক এমপি।

ঘোষণা অনুযায়ী, গাজীপুর-১ ও গাজীপুর-৬ সংসদীয় আসনে কোনো প্রার্থীর নাম ঘোষণা করা হয়নি। মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানান, যেসব আসনে প্রার্থী দেওয়া হয়নি, সেগুলোর নাম পরে ঘোষণা করা হবে। এর বাইরে কিছু আসন শরিক দলগুলোর জন্য ছেড়ে দেওয়া হবে বলেও তিনি উল্লেখ করেন।

 

প্রার্থী ঘোষণার আগে দুপুর সাড়ে ১২টায় বিএনপির সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম স্থায়ী কমিটির সদস্যরা এক জরুরি বৈঠকে বসেন। প্রায় পাঁচ ঘণ্টাব্যাপী চলা এই বৈঠকে লন্ডন থেকে ভার্চ্যুয়ালি যুক্ত হয়ে সভাপতিত্ব করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে দলীয় প্রার্থী চূড়ান্তকরণ এবং চলমান রাজনৈতিক পরিস্থিতিতে করণীয় ঠিক করার লক্ষ্যেই এই বৈঠক অনুষ্ঠিত হয়।

সংবাদ সম্মেলনে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, আব্দুল মঈন খান, মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ, আমীর খসরু মাহমুদ চৌধুরী, সেলিমা রহমান, ইকবাল হাসান মাহমুদ টুকু ও ডা. এ জেড এম জাহিদ হোসেন উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, নির্বাচন কমিশনের পক্ষ থেকে জানানো হয়েছে, আগামী ডিসেম্বরের প্রথমে নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে এবং আগামী ফেব্রুয়ারির প্রথমার্ধে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর