নজমুল হক স্টাফ রিপোর্টার গাজীপুর
গাজীপুর মেট্রোপলিটন পুলিশের কাশিমপুর থানাধীন উত্তর সুরাবাড়ী এলাকায় কাভার্ড ভ্যানের চাপায় পিষ্ট হয়ে এক সাইকেল আরোহী নিহত হয়েছেন। ১৩ নভেম্বর বৃহস্পতিবার সকাল ১০টার দিকে কাশিমপুর-শ্রীপুর আঞ্চলিক সড়কের উত্তর সুরাবাড়ী এলাকায় এ ঘটনা ঘটে।নিহতের নাম মোঃ ফিরোজ (৫২) ।তিনি সূরাবাড়ীএলাকার আব্দুস ছালেকের মেয়ের জামাই বলে জানিয়েছেন এলাকাবাসী। নিহত ফিরোজ ৩ কন্যা ও স্ত্রী সহ সুরাবাড়ি এলাকায় বসবাস করতে। তার পৈতৃক নিবাস গাজীপুর মহানগরে পুবাইল থানাধীন হারবাইত এলাকায় ।
এদিকে দূর্ঘটনার পর পর স্থানীয় এলাকাবাসী ঘাতক কাভার্ড ভ্যান ও এর চালককে আটক করে থানা পুলিশের কাছে হস্তান্তর করে।
এ বিষয়ে কাশিমপুর থানার অফিসার ইনচার্জ মোঃ মনিরুজ্জামান বলেন , লাশ উদ্ধার করে পোস্টমর্টেমের জন্য গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমেদ মেডিকেল কলেজ এন্ড হাসপাতালে পাঠানো হয়েছে।আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন ।