স্টাফ রিপোর্টার ,গাজীপুর
গাজীপুর মেট্রোপলিটন পুলিশের গাছা থানা এলাকায় বন্ধুকে বাঁচাতে গিয়ে কিশোর গ্যাংয়ের হামলায় এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো একজন। পুলিশ এ ঘটনায় জড়িত মূল হোতাসহ ২ জনকে গ্রেফতার করেছে।
নিহত যুবকের নাম মারুফ (২২)। তিনি গাছা থানাধীন কুনিয়া তারগাছ এলাকার আব্দুর রাজ্জাকের ছেলে। আহত যুবকের নাম জামিল (২৪)। তারা পরস্পর বন্ধু। পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, সোমবার (৩ নভেম্বর) সন্ধ্যা সোয়া ৭টার দিকে গাছা থানাধীন ৩৭ নম্বর ওয়ার্ডের কুনিয়া তারগাছ এলাকার আক্তারের বাড়ির সামনে এলাকার চিহ্নিত কিশোর গ্যাং সদস্য রবি, রনি, সাগর, সাব্বিরসহ আরও ৪-৫ জন দেশীয় ধারালো অস্ত্র নিয়ে ঘোরাফেরা করছিল। এসময় কিশোর গ্যাং সদস্যদের বেপরোয়া আচরণের প্রতিবাদ করলে জামিলের সঙ্গে রবির বাগ্বিতণ্ডা হয়। এসময় উভয়পক্ষের বাকবিতন্ডা থামাতে জামিলের বন্ধু মারুফ ঘটনাস্থলে যায়। কিশোর গ্যাং সদস্যরা দুজনের ওপরই ক্ষিপ্ত হয়ে ওঠে। পরে রবি ও তার সহযোগীরা দুই বন্ধুকে এলোপাতাড়ি ছুরিকাঘাত করে দ্রুত পালিয়ে যায়। স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় দুজনকে উদ্ধার করে তারুন্নেসা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মারুফকে মৃত ঘোষণা করেন। প্রাথমিক চিকিৎসা দিয়ে জামিলকে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়।
আহত জামিলকে উদ্ধৃত করে পুলিশ জানায়, রবি, রনি, সাগর, সাব্বিরসহ ৮–১০ জনের একটি সংঘবদ্ধ কিশোর গ্যাং দীর্ঘদিন ধরে এলাকায় মাদক সেবন, চাঁদাবাজি ও ছিনতাইসহ নানা অপরাধে সক্রিয় আছে। গাছা থানার ওসি আমিনুল ইসলাম বলেন, খবর পাওয়ার সঙ্গে সঙ্গে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। নিহতের মরদেহ ময়না তদন্তের জন্য শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
ওসি জানান, আহত জামিলের দেওয়া তথ্যের ভিত্তিতে রবি, রনি, সাগর, সাব্বিরসহ অজ্ঞাত কয়েকজনের বিরুদ্ধে হত্যা মামলা রুজু হয়েছে। অভিযুক্তদের গ্রেপ্তারে একাধিক টিম মাঠে রয়েছে।
জিএমপির ভারপ্রাপ্ত পুলিশ কমিশনার জাহিদুল হাসান জানান, মারুফ হত্যাকান্ডে গাছা থানায় মামলা হয়েছে। এজাহার নামীয় প্রধান আসামী মোঃ রবিউল ইসলাম ওরফে সিগমা রবি (২৪) কে জিএমপির গোয়েন্দা বিভাগের একটি টিম পিরোজপুর জেলার মঠবাড়িয়া থানা এলাকা হতে মঙ্গলবার সকালে এবং অপর একটি টিম ২ নং আসামী মোঃ সাব্বির হোসেন (১৮) কে গাছা থানা এলাকা থেকে গ্রেফতার করতে সক্ষম হয়েছে। এ ঘটনায় তদন্ত এবং অন্য আসামীদের গ্রেফতার প্রক্রিয়া চলমান আছে।
অপর দিকে গাজীপুরের পূবাইল থানাধীন হাড়িবাড়িরটেক এলাকায় ঘোড়াশাল – টঙ্গী আঞ্চলিক মহাসড়কের পাশে একটি কালভার্টের নিচ থেকে এক অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ।মঙ্গলবার (৪ নভেম্বর) সকাল সাড়ে ১১টার দিকে পথচারীরা প্রথমে কালভার্টের নিচে লাশটি দেখতে পান। পরে স্থানীয়রা বিষয়টি পূবাইল থানা পুলিশকে জানান। খবর পেয়ে থানা পুলিশের একটি টহল টিম দ্রুত ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে।পুলিশ জানায়, উদ্ধারকৃত মৃত ব্যক্তির পরিচয় এখনো পাওয়া যায়নি। লাশ উদ্ধারের পর ঘটনাস্থলে প্রাথমিক সুরতহাল প্রতিবেদন তৈরি করা হয়েছে। লাশের পরিচয় শনাক্তের জন্য গাজীপুর পিবিআই ও সিআইডিকে অবহিত করা হয়েছে।পুবাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নাজমুল ইসলাম জানান, ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। মৃত্যুর কারণ উদঘাটনে তদন্ত চলছে।