স্টাফ রিপোর্টার গাজীপুর
গাজীপুরের কালীগঞ্জ থানার একটি ‘ক্লুলেস’ হত্যা মামলার রহস্য উদ্ঘাটন করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ ঘটনায় মো. বেদন মৃধা (৫৫) নামের এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। তিনি আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দিও দিয়েছেন।গাজীপুরের পুলিশ সুপার মো: শরীফ উদ্দিন ৯ ডিসেম্বর মঙ্গলবার সন্ধ্যায় নিজ কার্যালয়ে আয়োজিত এক জরুরী সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান।পুলিশ সুপার জানান, গত শনিবার (৬ ডিসেম্বর) বিকাল সাড়ে ৪টার দিকে কৃষক মনির মোল্লা (৫৫) বাড়ির নিকটস্থ সেলিম মিয়ার চায়ের দোকানে যাওয়ার উদ্দেশ্যে বের হন। সন্ধ্যা সাড়ে ৭টার দিকে তার স্ত্রী জোসনা বেগমসহ পরিবার জানতে পারেন যে, কালীগঞ্জ থানাধীন নাগরী ইউনিয়নের পূর্বাচল সিটির ২৪ নম্বর সেক্টরের ফরেস্ট বিট অফিস সংলগ্ন মাঠে কে বা কারা মনির মোল্লাকে দুই পায়ে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করেছে।
পরিবার ও স্থানীয়রা ঘটনাস্থলে গিয়ে মনির মোল্লার রক্তাক্ত লাশ মাঠে পড়ে থাকতে দেখেন।
৯৯৯-এর সংবাদ পেয়ে কালীগঞ্জ থানাধীন উলুখোলা পুলিশ ক্যাম্পের দায়িত্বপ্রাপ্ত পুলিশ সদস্যরা ঘটনাস্থলে গিয়ে সুরতহাল প্রতিবেদন তৈরি করেন এবং লাশ ময়নাতদন্তের জন্য শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠান। এ ঘটনায় মনির মোল্লার স্ত্রী পরদিন (৭ ডিসেম্বর) অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে কালীগঞ্জ থানা মামলা রুজু করে।পুলিশ সুপার আরো জানান, ঘটনার খবর পেয়ে রাত ৯টা ৩০ মিনিটের দিকে জেলা গোয়েন্দা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পুলিশ সুপার মো: শরীফ উদ্দিনের সার্বিক তত্ত্বাবধানে ‘ছায়া তদন্ত’ শুরু করে। অতিরিক্ত পুলিশ সুপার (ডিবি) মো. আমিনুল ইসলামের নেতৃত্বে এসআই (নিরস্ত্র) মো: জামাল উদ্দিনসহ ডিবির চৌকস টিম একটি মোবাইল কলের সূত্র ধরে তথ্য প্রযুক্তির সহায়তায় ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে নিহত মনির মোল্লার বাল্য বন্ধু বেদন মৃধাকে গত সোমবার (৮ ডিসেম্বর) দুপুর ২টা ৩০ মিনিটে জয়দেবপুরের বর্তা পাড়া এলাকায় নিজ বাড়ি থেকে গ্রেফতার করে।