মোঃনাসির উদ্দিন গাজীপুর প্রতিনিধি
বিনম্র শ্রদ্ধা, যথাযথ মর্যাদা ও গভীর ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে শহীদ বুদ্ধিজীবী দিবস-২০২৫ পালন করেছে গাজীপুর জেলা পুলিশ।
দিবসটি উপলক্ষে আজ রবিবার (১৪ ডিসেম্বর) সকাল ৯টা ৩০ মিনিটে গাজীপুরের শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করে দেশের জন্য জীবন উৎসর্গকারী শহীদ বুদ্ধিজীবীদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করা হয়।
গাজীপুর জেলা পুলিশের পক্ষে পুষ্পস্তবক অর্পণ করেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোঃ আবু খায়ের, বিপিএম অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) খন্দকার আশফাকুজ্জামান, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মোহাম্মদ মোজাম্মেল হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল লিপি রানী সিনহাসহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।
পুষ্পস্তবক অর্পণ শেষে উপস্থিত কর্মকর্তারা কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থেকে শহীদ বুদ্ধিজীবীদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা ও সম্মান প্রদর্শন করেন।
এ সময় বক্তারা বলেন, মহান মুক্তিযুদ্ধের চূড়ান্ত সময়ে জাতির শ্রেষ্ঠ সন্তান শহীদ বুদ্ধিজীবীদের আত্মত্যাগ চিরস্মরণীয়। তাঁদের আদর্শ ও অবদান নতুন প্রজন্মের জন্য অনুপ্রেরণার উৎস হয়ে থাকবে।