মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫, ০৮:০৫ অপরাহ্ন
শিরোনাম
শিরোনাম
শ্রীপুরে চকপাড়া সমাজ কল্যাণ সংঘের উদ্যোগে বার্ষিক ক্রীড়া অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে ধান গবেষণা ইনস্টিটিউটে মহান বিজয় দিবস উদযাপন  ডুয়েটে বিভিন্ন কর্মসূচীর মধ্য দিয়ে মহান বিজয় দিবস উদযাপিত  কয়রায় বিভিন্ন কর্মসূচীর মধ্য দিয়ে মহান বিজয় দিবস উদযাপন  বগুড়ার শেরপুরের বিশিষ্ট ব্যাবসায়ী কুদু ভূইয়ার ইন্তকাল ভেড়ামারায় সড়ক দুর্ঘটনায় দুই পুলিশ সদস্য নিহত গাকৃবিতে বর্ণিল আয়োজনে মহান বিজয় দিবস উদযাপিত মহান বিজয় দিবসে শহীদের প্রতি গাজীপুর সিটি কর্পোরেশনের শ্রদ্ধা নিবেদন কৃষি গবেষণা ইনস্টিটিউটে মহান বিজয় দিবস ২০২৫ উদযাপিত  সাভার স্মৃতিসৌধে জাতীয় বিশ্ববিদ্যালয় উপাচার্যের শ্রদ্ধা নিবেদন

গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ২০২৫ উদযাপন

মোঃনাসির উদ্দিন গাজীপুর প্রতিনিধি / ৩৯ টাইম ভিউ
আপডেট : শুক্রবার, নভেম্বর ২১, ২০২৫, ৪:২২ অপরাহ্ণ

মোঃ নাসির উদ্দিন, গাজীপুর জেলা প্রতিনিধি

 

জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ২০২৫ উপলক্ষে গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ে (গাকৃবি) গতকাল ২০ নভেম্বর (বৃহস্পতিবার) দিনব্যাপী বিনামূল্যে ভেটেরিনারি চিকিৎসা ও টিকাদান সেবা অনুষ্ঠিত হয়েছে। সকাল থেকেই খামারি ও প্রাণীপ্রেমীদের উপস্থিতিতে মুখর হয়ে ওঠে ভেটেরিনারি টিচিং হসপিটাল প্রাঙ্গণ।

দুটি পর্বে আয়োজিত কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন গাকৃবির ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. জিকেএম মোস্তাফিজুর রহমান। ভেটেরিনারি টিচিং হসপিটালের পরিচালক প্রফেসর ড. অনুপ কুমার তালুকদারের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. এম. ময়নুল হক এবং ট্রেজারার প্রফেসর ড. মোঃ সফিউল ইসলাম আফ্রাদ।

এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মোঃ আবদুল্লাহ্ মৃধা, প্রক্টর প্রফেসর ড. মোহাম্মদ সাইফুল আলমসহ বিভিন্ন অনুষদের শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।

অনুষ্ঠানের শুরুতে উপাচার্য নতুন রিসিপশন ও ইনফরমেশন ডেস্কের উদ্বোধন করেন। নতুন এ ডেস্কের মাধ্যমে রোগী নিবন্ধন, চিকিৎসা তথ্য প্রদান, নথি সংরক্ষণ ও ফলো-আপ সেবা আরও সহজ ও দ্রুততর হবে বলে সংশ্লিষ্টরা জানান।

ভেটেরিনারি টিচিং হসপিটালের সহযোগী পরিচালক প্রফেসর ড. জীবন চন্দ্র দাসের সঞ্চালনায় স্বাগত বক্তব্য প্রদান করেন ভেটেরিনারি মেডিসিন অ্যান্ড অ্যানিম্যাল সায়েন্স অনুষদের ডিন প্রফেসর ড. মোহাম্মদ আলী জিন্নাহ। পরে আমন্ত্রিত অতিথিবৃন্দ বক্তব্য প্রদান করেন।

প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য বলেন, “প্রাণী যেহেতু কথা বলতে পারে না, তাই প্রাণী চিকিৎসকদের মানবিক মূল্য মনুষ্য চিকিৎসকদের চেয়েও বেশি। বিনামূল্যে চিকিৎসা ও টিকাদান কর্মসূচি শুধু প্রাণীদের সুরক্ষা নয়, এটি খামারি পর্যায়ে রোগ প্রতিরোধ এবং প্রাণিসম্পদ খাতের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।” তিনি গাকৃবির ভেটেরিনারি টিচিং হসপিটালকে দেশের শ্রেষ্ঠ প্রাণীচিকিৎসা প্রতিষ্ঠান হিসেবে গড়ে তোলার প্রত্যাশা ব্যক্ত করেন।

বক্তব্য শেষে উপাচার্য চিকিৎসা কার্যক্রমের বিভিন্ন স্থান পরিদর্শন করেন। দিনব্যাপী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও ইন্টার্ন শিক্ষার্থীরা আন্তরিকতার সাথে গবাদিপশু ও পোষাপ্রাণীর রোগ নির্ণয়, চিকিৎসা পরামর্শ, কৃমিনাশক, ভিটামিন এবং প্রয়োজনীয় ওষুধ বিতরণ করেন। পাশাপাশি বিভিন্ন প্রতিরোধমূলক টিকাও দেওয়া হয়।

একদিনের এ কার্যক্রমে মোট সেবা পেয়েছে,গরু: ৬৫টি,ছাগল-ভেড়া: ১০৫টি,হাঁস-মুরগি: ২২৫টি,বিড়াল: ২৩টি,কুকুর: ১২টি,কবুতর: ১৩টি,পোষাপাখি: ৮টি ।গত এক বছরে হসপিটালটি মোট ১,৩৫১টি প্রাণীর চিকিৎসা প্রদান করেছে এবং ৯৭ জন খামারি বিনামূল্যে সেবা পেয়েছেন।

প্রাণীদের প্রতি মানবিক দায়িত্ববোধ থেকে পরিচালিত এই সেবামূলক উদ্যোগ খামারি ও সাধারণ মানুষের মুখে স্বস্তি এনে দিয়েছে। একই সঙ্গে গাকৃবিতে ভেটেরিনারি সেবায় নতুন যুগের সূচনা হিসেবে এ আয়োজনকে দেখা হচ্ছে।

উল্লেখ্য, দেশে প্রথমবারের মতো রাষ্ট্রীয়ভাবে প্রাণিসম্পদ সপ্তাহ উদযাপনের অংশ হিসেবে গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়েও এ কর্মসূচি আয়োজন করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর