মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫, ০৭:২১ অপরাহ্ন
শিরোনাম
শিরোনাম
শ্রীপুরে চকপাড়া সমাজ কল্যাণ সংঘের উদ্যোগে বার্ষিক ক্রীড়া অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে ধান গবেষণা ইনস্টিটিউটে মহান বিজয় দিবস উদযাপন  ডুয়েটে বিভিন্ন কর্মসূচীর মধ্য দিয়ে মহান বিজয় দিবস উদযাপিত  কয়রায় বিভিন্ন কর্মসূচীর মধ্য দিয়ে মহান বিজয় দিবস উদযাপন  বগুড়ার শেরপুরের বিশিষ্ট ব্যাবসায়ী কুদু ভূইয়ার ইন্তকাল ভেড়ামারায় সড়ক দুর্ঘটনায় দুই পুলিশ সদস্য নিহত গাকৃবিতে বর্ণিল আয়োজনে মহান বিজয় দিবস উদযাপিত মহান বিজয় দিবসে শহীদের প্রতি গাজীপুর সিটি কর্পোরেশনের শ্রদ্ধা নিবেদন কৃষি গবেষণা ইনস্টিটিউটে মহান বিজয় দিবস ২০২৫ উদযাপিত  সাভার স্মৃতিসৌধে জাতীয় বিশ্ববিদ্যালয় উপাচার্যের শ্রদ্ধা নিবেদন

গাজীপুর জেলা যুবদলের আহবায়ক কমিটির সদস্য এসএম পলাশ চঞ্চলের বহিষ্কারাদেশ প্রত্যাহার

আসাদুজ্জামান স্টাফ রিপোর্টার / ১৭ টাইম ভিউ
আপডেট : মঙ্গলবার, ডিসেম্বর ৯, ২০২৫, ১০:০৩ অপরাহ্ণ

আসাদুজ্জামান স্টাফ রিপোর্টার

 

গাজীপুর জেলা যুবদলের আহ্বায়ক সদস্য ও শ্রীপুর পৌর যুবদলের যুগ্ন আহবায়ক এস এম পলাশ চাঞ্চলের বহিষ্কারাদেশ প্রত্যাহার করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল। তার আবেদনের পরিপ্রেক্ষিতে অভিযোগ পর্যালোচনা শেষে তাকে পুনরায় স্ব-পদে বহাল করা হয়েছে।

দলীয় সিদ্ধান্ত মোতাবেক সোমবার (০৮ ডিসেম্বর) যুবদলের কেন্দ্রীয় সহ দপ্তর সম্পাদক মিনহাজুল ইসলাম ভূঁইয়ার স্বাক্ষরিত এক চিঠিতে বহিষ্কারাদেশ প্রত্যাহারের বিষয়টি জানানো হয়।

তার বহিষ্কারাদেশ প্রত্যাহারের খবরে জেলা এবং পৌর যুবদলের বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা দলীয় সিদ্ধান্তের প্রতি সম্মান ও শ্রদ্ধা জানিয়ে ফুলের শুভেচ্ছা জানিয়েছেন।

চিঠিতে উল্লেখ করা হয়, ইতোপূর্বে সংগঠন বিরোধী কর্মকাণ্ডের জন্য যুবদলের সদস্য পদসহ সব পর্যায়ের পদ থেকে সাময়িকভাবে বহিষ্কার করা হয়েছিল। আপনার আবেদনের প্রেক্ষিতে দলীয় সিদ্ধান্ত অনুযায়ী আপনার বহিষ্কারাদেশ প্রত্যাহার করে স্ব-পদে ফিরিয়ে দেওয়া হল। শৃঙ্খলা ও সাংগঠনিক কার্যক্রম শক্তিশালী করতে দলের বিভিন্ন কর্মসূচিতে এস এম পলাশ চঞ্চল সক্রিয় ভূমিকা রাখবেন বলে দল আশা করে।

জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আব্দুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নুরুল ইসলাম নয়ন ইতিমধ্যে এই সিদ্ধান্ত কার্যকর করেছেন।

এস এম পলাশ চঞ্চল বলেন, বিএনপি শুধু একটি রাজনৈতদল নয় এটি আমার আদর্শ, আবেগ এবং রাজনৈতিক পরিবার। ভুল বোঝাবুঝির অবসানে নতুন করে দায়িত্বশীলতার অনুভূতি ফিরে পেয়েছি। দল আমার প্রতি যে আস্থা ও সম্মান ফিরিয়ে দিয়েছে তার জন্য আমি আন্তরিকভাবে কৃতজ্ঞ।

তিনি আরও বলেন, আগামী দিনে দলের নীতি-আদর্শ সুদৃঢ করতে যুবদল তথা বিএনপি ও অঙ্গসহযোগী সংগঠনের নেতাকর্মীদেরকে সাথে নিয়ে নিষ্ঠা ও ত্যাগের সঙ্গে ঐক্যবদ্ধ হয়ে মাঠে কাজ করে যাব। দলীয় শৃঙ্খলা, ঐক্য ও সংগঠনকে শক্তিশালী করতে গাজীপুর জেলা যুবদল তথা আমার পক্ষ থেকে সর্বোচ্চ চেষ্টা অব্যাহত থাকবে। দলের সংকট ও সম্ভাবনার মুহূর্তে দায়িত্বশীলভাবে পাশে থাকবো।

বহিষ্কারাদেশ প্রত্যাহার করে স্ব-পদে বহাল করায় বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের সভাপতি আব্দুল মোনায়েব মুন্না ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নূরুল ইসলাম নয়ন এবং বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ও গাজীপুর-৩ আসনে বিএনপির মনোনীত প্রার্থী অধ্যাপক ডা. এস এম রফিকুল ইসলাম বাচ্চুর প্রতি কৃতজ্ঞতা জানান গাজীপুর জেলা যুবদলের আহবায়ক সদস্য ও শ্রীপুর পৌর যুবদলের যুগ্ন আহ্বায়ক এস এম পলাশ চঞ্চল।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর