বুধবার, ০৫ নভেম্বর ২০২৫, ০৫:৫৪ অপরাহ্ন
শিরোনাম
শিরোনাম
শ্রীপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদকসহ ৩ সাংবাদিকের নামে হয়রানিমূলক মামলার প্রতিবাদ  বারি’র “কেন্দ্রীয় গবেষণা পর্যালোচনা ও কর্মসূচি প্রণয়ন কর্মশালা-২০২৫” এর উদ্বোধন গাজীপুরে স্বরাষ্ট্র উপদেষ্টার হুঁশিয়ারি অপরাধের জড়ালে কোন ছাড় নয় কোনাবাড়ী নছের মার্কেটে গোডাউনের আগুন রংপুরে প্রত্নতত্ত্ব অধিদপ্তরের বিভাগীয় কার্যালয়ের আনুষ্ঠানিক যাত্রা শুরু কাপাসিয়ায় বন খেকোদের হামলায় ঘটনায় আটক ৩ রাজারহাটে কুড়িগ্রাম জেলা প্রশাসক কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভা ভেড়ামারায় মাদক প্রতিরোধ ও আইন শৃঙ্খলা রক্ষায় মতবিনিময় সভা   গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) যুগান্তকারী উদ্যোগ,চালু হলো ‘গণপুলিশিং সার্ভিস’ বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট (ব্রি)-তে কর্মশালা অনুষ্ঠিত

গাজীপুর শপিং সেন্টারে নারীর শ্লীলতাহানি থানার অভিযোগ দায়ের

নজমুল হক, স্টাফ রিপোর্টার গাজীপুর / ৩৭ টাইম ভিউ
আপডেট : শনিবার, সেপ্টেম্বর ৬, ২০২৫, ৭:৪২ অপরাহ্ণ

নজমুল হক,স্টাফ রিপোর্টার গাজীপুর

গাজীপুর মহানগরে গাজীপুর শপিং সেন্টারের ওয়াশরুমে শুক্রবার (৫ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে এক নারী ক্রেতার শ্লীলতাহানির অভিযোগে সদর মেট্রো থানায় মামলা হয়েছে। অভিযুক্ত ব্যক্তি গাজীপুর শপিং সেন্টারের কেয়ারটেকার মো: কালাম (৪৫)।

ভুক্তভোগী নারী গাজীপুর মহানগরীর ইটাহাটা এলাকার বাসিন্দা। ভুক্তভোগী নারী শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে ডাক্তার দেখিয়ে বাড়ি ফেরার পথে তিনি গাজীপুর শপিং সেন্টারে জামা-কাপড় কিনতে যান। পরে ওয়াশরুম ব্যবহারের জন্য ভেতরে প্রবেশ করলে কেয়ারটেকার কালাম প্রথমে তাকে অশ্লীল ইঙ্গিত দেন। বাইরে বের হওয়ার সময় তিনি ভুক্তভোগীর মুখ চেপে ধরে শরীরের বিভিন্ন স্পর্শকাতর স্থানে হাত দেন এবং জামা টানাহেঁচড়া করেন। কোনোভাবে তিনি চিৎকার করে আত্মরক্ষা করতে সক্ষম হন।

ভুক্তভোগী নারী বলেন, “আমি ওয়াশরুমে ঢোকার সময় থেকেই কালাম বাজে ইঙ্গিত করছিল। বের হওয়ার সময় সে আমাকে পিছন থেকে আমার মুখ চেপে ধরে স্পর্শকাতর স্থানে হাত দেয়। আমার বোরকার বাঁ হাতের অংশ ছিঁড়ে ফেলে। আমি চিৎকার-চেঁচামেচি করলে আমার সাথে মার্কেট করতে যাওয়া আত্মীয়-স্বজনরা দৌড়ে এসে আমাকে রক্ষা করে। পরে আমি ও আমার আত্মীয়দের উপর হামলা করে কেয়ারটেকার। পরে মার্কেট মালিক ও ব্যবসায়ীরা কেয়ারটেকারকে পালাতে সহায়তা করে। আমি ন্যায়বিচার চাই। ভুক্তভোগীর ভাতিজা সাজিদুল ইসলাম সাজিদ (১৮) জানান, “ফুফু ওয়াশরুমে ঢোকার কিছুক্ষণ পর চিৎকার শুনে আমি দৌড়ে যাই। গিয়ে কেয়ারটেকারকে হাতে-নাতে ধরি। তখন সে আমাদের ওপর হামলা করে। এসময় মার্কেটের মালিক ও কয়েকজন ব্যবসায়ী কেয়ারটেকারকে নিরাপদে বের হতে সহায়তা করে।এসময় স্থানীয়রা উত্তেজিত হয়ে অভিযুক্ত কালামের গ্রেপ্তারের দাবি জানায় এবং তাকে পালিয়ে যেতে সহায়তাকারীদেরও আইনের আওতায় আনার আহ্বান জানায়।

গাজীপুর মেট্রোপলিটন পুলিশের সদর থানার অফিসার ইনচার্জ মো: মেহেদী হাসান বলেন, খবর পেয়ে আমি ঘটনাস্থলে তাৎক্ষণিক পুলিশ পাঠাই। আমিও ঘটনাস্থল পরিদর্শন করি। এ ব্যাপারে ভুক্তভোগী লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযুক্তদের গ্রেফতারে অভিযান চলমান রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর