শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি
গাজীপুর-৩ আসনের মনোনয়ন প্রত্যাশী ও শ্রীপুর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আক্তারুল আলম মাস্টারের পক্ষে রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা কর্মসূচি প্রচারে লিফলেট বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
রোববার (২ নভেম্বর) বিকেল সাড়ে চারটার দিকে উপজেলার টেংরা বাজার এলাকায় এ লিফলেট বিতরণ কার্যক্রম পরিচালনা করা হয়। এ সময় সব শ্রেণি-পেশার সাধারণ মানুষের হাতে লিফলেট তুলে দেওয়া হয়।
লিফলেট বিতরণ কার্যক্রমে অংশ নেন শ্রীপুর উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম, সাবেক ছাত্র বিষয়ক সম্পাদক সাইফুল ইসলাম পলাশ, তেলিহাটি ইউনিয়ন বিএনপির সাবেক সহ-সভাপতি মোশাররফ হোসেন সরকার, ৩নং ওয়ার্ড বিএনপির সভাপতি ইসমাইল হোসেন, ৫নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক সোহেল রানা সহ বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা।
স্থানীয় নেতৃবৃন্দ জানান, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে দেশব্যাপী ‘রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা’ প্রচার চলছে। এরই অংশ হিসেবে শ্রীপুরের বিভিন্ন স্থানে এ কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে।
তারা আরও বলেন, “এই ৩১ দফা শুধু একটি রাজনৈতিক প্রতিশ্রুতি নয়, বরং এটি জনগণের অধিকার পুনঃপ্রতিষ্ঠা ও গণতন্ত্র পুনরুদ্ধারের এক রূপরেখা।”
লিফলেট বিতরণ শেষে দলীয় নেতাকর্মীরা আসন্ন জাতীয় নির্বাচনে বিএনপিকে বিজয়ী করার জন্য সর্বস্তরের জনগণের সহযোগিতা কামনা করেন।