রবিবার, ০৭ ডিসেম্বর ২০২৫, ০৯:২৬ পূর্বাহ্ন
শিরোনাম
শিরোনাম
বাংলাদেশ সেন্ট্রাল প্রেস ক্লাব (B.C.P.C)-এর প্রতিষ্ঠাতা সভাপতি খান সেলিম রহমানের শ্বশুরের ভোলায় দাফন সম্পূর্ণ ভেড়ামারা ইউ এন ও ক্রিকেট ফাইনাল খেলা অনুষ্ঠিত কালীগঞ্জে ওলামা মাশায়েখ পরিষদের সম্মেলন অনুষ্ঠিত পুলিশ গুছিয়ে উঠে নিজেরা সংহত হতে পেরেছে: রংপুরে পররাষ্ট্র উপদেষ্টা রংপুরে দুই সন্তানের জননীকে বিষপ্রয়োগে হত্যা আরব আমিরাতে ১২ বছরের বিচ্ছেদের পরে মা ছেলেকে একত্রিত করলো শারজাহ্ পুলিশ মাটি কেবল সম্পদ নয়, আমাদের অস্তিত্ব রক্ষার এক চিরন্তন আশ্রয় বিশ্ব মৃত্তিকা দিবস ২০২৫ উপলক্ষে গাকৃবি- ভিসি ভাঙছে নদীর ঢেউ  ভেড়ামারায় খালেদা জিয়ার শারীরিক সুস্থতা ও দীর্ঘায়ু কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত  গাসিকের প্রশাসক গোল্ডকাপ ২০২৫ উদ্বোধন

গাভীর ওলানপ্রদাহ নিয়ন্ত্রণে মলিকুলার কিট ও প্রোবায়োটিক চিকিৎসার উদ্ভাবন নিয়ে গাকৃবিতে কর্মশালা

নজমুল হক, স্টাফ রিপোর্টার গাজীপুর / ৩২ টাইম ভিউ
আপডেট : সোমবার, নভেম্বর ১০, ২০২৫, ৫:০৪ অপরাহ্ণ

নজমুল হক স্টাফ রিপোর্টার গাজীপুর

 

গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ে (গাকৃবি) অনুষ্ঠিত হলো গাভীর ওলানপ্রদাহ রোগের টেকসই ব্যবস্থাপনা নিয়ে এক যুগান্তকারী কর্মশালা। উচ্চশিক্ষা অধিদপ্তরের Higher Education Acceleration and Transformation (HEAT) প্রকল্পের অর্থায়নে গৃহীত “Development of an On-site Molecular Diagnostic Kit and Probiotic-based Therapeutic Product for Sustainable Management of Bovine Mastitis” শীর্ষক উপ-প্রকল্পের উদ্বোধনী কর্মশালাটি বিশ্ববিদ্যালয়ের পুরাতন অডিটোরিয়ামে গত৯ নভেম্বর (রবিবার) সকাল ১১টায় অনুষ্ঠিত হয়। কর্মশালার আয়োজন করে গাইনিকোলজি, অবস্টেট্রিক্স অ্যান্ড রিপ্রোডাক্টিভ হেলথ বিভাগ। সার্বিক তত্ত্বাবধানে ছিলেন উপ-প্রকল্প ব্যবস্থাপক ও সহযোগী অধ্যাপক ড. মোঃ নাজমুল হক। দিনব্যাপী তিনটি পর্বে অনুষ্ঠিত কর্মশালায় সভাপতিত্ব করেন গাকৃবির ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. জিকেএম মোস্তাফিজুর রহমান। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রফেসর ড. মোঃ মোজাহার আলী, এটিএফ ম্যানেজমেন্ট স্পেশালিস্ট, হিট প্রকল্প।

 

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাকৃবির প্রো-ভিসি প্রফেসর ড. এম. ময়নুল হক এবং ট্রেজারার প্রফেসর ড. মোঃ সফিউল ইসলাম আফ্রাদ। এছাড়া কর্মশালায় প্রাণিসম্পদ খাতের বিশিষ্ট বিশেষজ্ঞ বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মো. মোশারফ উদ্দিন ভূঁইয়া এবং চট্টগ্রাম ভেটেরিনারি ও অ্যানিম্যাল সায়েন্সস বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. এ. এম. এ. এম. জুনায়েদ সিদ্দিকী উপস্থিত থেকে মূল আলোচনায় অংশ নেন। কর্মশালায় গাভীর ওলানপ্রদাহ (Bovine Mastitis) রোগের দ্রুত ও সঠিক নির্ণয়ের জন্য স্বল্পমূল্যের মলিকুলার ডায়াগনস্টিক কিট তৈরির প্রয়োজনীয়তার ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়। এই কিট খামারি পর্যায়ে তাৎক্ষণিকভাবে রোগ নির্ণয় করতে সক্ষম হবে, যা প্রচলিত ল্যাবনির্ভর প্রক্রিয়ার ওপর নির্ভরতা কমাবে। এছাড়া অ্যান্টিবায়োটিকের অতিরিক্ত ব্যবহার কমিয়ে প্রোবায়োটিক-ভিত্তিক বিকল্প চিকিৎসা ব্যবস্থা উদ্ভাবনের দিকনির্দেশনা তুলে ধরা হয়, যা টেকসই দুগ্ধশিল্প গঠনে বড় ভূমিকা রাখবে বলে বিশেষজ্ঞরা মত প্রকাশ করেন। কর্মশালায় অংশগ্রহণকারীরা খামারি পর্যায়ে প্রযুক্তি হস্তান্তর, শিল্প-শিক্ষা সমন্বয় ও শিক্ষার্থীদের আধুনিক গবেষণায় সম্পৃক্ততার কৌশল নিয়েও আলোচনা করেন। অনুষ্ঠানে প্রায় ৮০ জন শিক্ষক, গবেষক, শিল্প উদ্যোক্তা, প্রশাসনিক কর্মকর্তা ও শিক্ষার্থী উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের শুরুতে বিভাগের প্রধান প্রফেসর ড. আ ন ম আমিনুর রহমান স্বাগত বক্তব্যে বিভাগের গবেষণা সক্ষমতা তুলে ধরেন। পরে উপ-প্রকল্প ব্যবস্থাপক ড. নাজমুল হক প্রকল্পের উদ্দেশ্য, কার্যপরিধি এবং দেশের গাভী পালন ব্যবস্থায় সম্ভাব্য প্রভাব নিয়ে বিস্তারিত উপস্থাপনা করেন। পরে উপাচার্যের নেতৃত্বে অনুষ্ঠিত এক প্রাণবন্ত উন্মুক্ত প্রশ্নোত্তর পর্বে অংশগ্রহণকারীরা তাঁদের অভিজ্ঞতা, মতামত ও গবেষণামূলক প্রশ্ন তুলে ধরেন, যা কর্মশালাটিকে আরও সমৃদ্ধ করে তোলে।

 

প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, “দেশের প্রায় ১,৫০০ উপ-প্রকল্পের মধ্যে গাভীর ওলানপ্রদাহ বিষয়ক এই প্রকল্পের চূড়ান্ত অনুমোদন প্রমাণ করে যে এটি সময়োপযোগী ও বাস্তবভিত্তিক। আমি এই গবেষণা দলকে আন্তরিক অভিনন্দন জানাই।” সভাপতির সমাপনী বক্তব্যে উপাচার্য প্রফেসর ড. জিকেএম মোস্তাফিজুর রহমান বলেন, “এই মলিকুলার ডায়াগনস্টিক কিট ও প্রোবায়োটিক থেরাপি বাংলাদেশের প্রাণিসম্পদ খাতে এক নতুন দিগন্ত উন্মোচন করবে। এর মাধ্যমে দ্রুত রোগ শনাক্তকরণ ও কার্যকর চিকিৎসা নিশ্চিত হবে, যা দুগ্ধ উৎপাদন বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।” উপাচার্য অনুষ্ঠানের সফল সমাপ্তি ঘোষণা করেন এবং সংশ্লিষ্ট সকলকে আন্তরিক ধন্যবাদ জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর