 
						মোঃনাসির উদ্দিন গাজীপুর জেলা প্রতিনিধি
গাজীপুর সদর থানাধীন ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের দুইপাশে জ্বলানি তেলের গাড়ীকে ঘিরে সক্রিয় ছিল তেল চুরির শক্তিশালি সিন্ডিকেট। গাড়ী থেকে তেল লোড-আনলোড বা সরবরাহের সময় প্রতিনিয়তই হচ্ছে জ্বালানি তেল চুরি। এই সেক্টরে আইনশৃঙ্খলা রক্ষাকারি বাহিনী তথা র্যাব, পুলিশ প্রায় সময় অভিযান পরিচালনা করেন। তবে তেল চুরির শক্তিশালি সিন্ডিকেট ধরতে মাঠে তৎপর রয়েছেন জিএমপি’র সদর থানা পুলিশ।
জানা গেছে, সোমবার (২৭ অক্টোবর) অভিযান চালিয়ে চোরাই তেল বিক্রি সিন্ডিকেটের দুই সদস্যকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতরা হলেন- শেরপুর জেলার ঝিনাইগাতী থানার বাকাকুড়া গ্রামের আজিজুল হকের ছেলে ইউসুফ(৩৪) গাইবান্ধা জেলার আগলারচর এলাকার রবি আলমের ছেলে সাকিব(১৯)।
সদর থানার অফিসার ইনচার্জ মেহেদী হাসান পিপিএম জানান, গোপন সংবাদের ভিত্তিতে চিহ্নিত সালনার ইপসা গেইট এলাকা থেকে চোরাই তেল ব্যবসায়ী সিন্ডিকেটের দুই সদস্যকে গ্রেফতার করা হয়। তবে মূলহোতারা ধরা ছোয়ার বাইরে রয়েছেন। তিনি আরো জানান, চোরাই তেল ব্যবসায়ী যত বড় প্রভাবশালীই হোক কাউকে ছাড় দেওয়া হবে না। তাদের রাঘোব বোয়ালদের শীঘ্রই গ্রেফতার করা হবে।
এদিকে গ্রেফতারকৃত দুইজনের বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন।
সচেতন মহল বলছে, বছরের পর বছর চোরাই তেলের এই রমরমা ব্যবসা চলে আসছে একটি শক্তিশালী সিন্ডিকেটের মাধ্যমে। কর্মচারী পর্যায়ের ব্যক্তিদের গ্রেফতার করলেও মূল ব্যবসায়ী বা নেপথ্যে থাকা প্রভাবশালী মহলকে আইনের আওতায় না আনায় অভিযান হলেও সুফল মিলছে না। তাই ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের সালনা, রাজেন্দ্রপুর চৌরাস্তা পর্যন্ত দু’পাশে গড়ে অবৈধ জ্বালানি তেলের দোকান বন্ধ করে দেয়া উচিৎ বলে মনে করেন সমাজের সচেতন মহল।