শনিবার, ০১ নভেম্বর ২০২৫, ১১:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম
শিরোনাম
ড্যাবের কেন্দ্রীয় কমিটিতে আইন বিষয়ক সহ সম্পাদক মনোনীত হলেন ডা. জাহিদ হাসান রিপক বাহাদুরপুরে বিএনপির পথসভা অনুষ্ঠিত -গণতন্ত্রকে ফিরিয়ে আনুন সম্মানের রাজনীতিতে- ডা: সাইফুল ইসলাম  গাজীপুরে মোহনগঞ্জ এক্সপ্রেস লাইন চ্যুত রাজারহাট উপজেলা SKS এনজিও মাঠকর্মী ও ম্যানেজার কর্তিক ঋণ গ্রহিতার উপর হামলা গণতন্ত্র পুনরুদ্ধারে ঐক্যের আহ্বান: শ্রীপুরে আক্তারুল আলম মাস্টার শারজাহ বাংলাদেশ সমিতি: ভারপ্রাপ্ত সভাপতি হলেন শাহাদাত হোসেন টোয়াবের আয়োজনে তিন দিনের পর্যটন মেলা শুরু দেশি-বিদেশি ১২০টির বেশি সংস্থা ও প্রতিষ্ঠানের অংশগ্রহণ গাইবান্ধা সরকারি বালিকা বিদ্যালয়ের কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা মোংলায় পুষ্টি, স্বাস্থ্য বিধি ও বয়ঃসন্ধিকালীন স্বাস্থ্য পরিচর্যা বিষয়ক সচেতনতামূলক প্রচারণা রাজশাহীতে সরকারি খাস জমি থেকে অবৈধ স্থাপনা উচ্ছেদ

জনবান্ধব পুলিশিংয়ের স্বীকৃতি, ময়মনসিংহ রেঞ্জে চতুর্থবার শ্রেষ্ঠ ভালুকার ওসি হুমায়ুন

শেখ মোঃ হুমায়ুন কবির, নিজস্ব প্রতিবেদক / ১৩ টাইম ভিউ
আপডেট : বৃহস্পতিবার, অক্টোবর ৩০, ২০২৫, ৭:৩১ পূর্বাহ্ণ

শেখ মোঃ হুমায়ুন কবির, নিজস্ব প্রতিবেদক

 

 

ময়মনসিংহ রেঞ্জে টানা চতুর্থবারের মতো শ্রেষ্ঠ (ওসি) নির্বাচিত হয়েছেন ভালুকা মডেল থানা’র ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ হুমায়ুন, তিনি স্বীকৃতি ও পুরস্কার অর্জন করেছেন। তাঁর এ অভূতপূর্ব সাফল্যে স্থানীয় প্রশাসন, জনপ্রতিনিধি, সাংবাদিক সমাজ ও বিভিন্ন সামাজিক সংগঠন আন্তরিক অভিনন্দন ও গর্ব প্রকাশ করেছে।

 

জানা গেছে, দায়িত্ব পালনকালে আইনশৃঙ্খলা রক্ষায় অসামান্য দক্ষতা, জনবান্ধব পুলিশিং, দ্রুত অপরাধ দমন, মাদকবিরোধী অভিযান ও মানবিক কার্যক্রমে সক্রিয় ভূমিকার কারণে রেঞ্জ পর্যায়ের মূল্যায়নে তিনি টানা চতুর্থবারের মতো শ্রেষ্ঠ ওসি হিসেবে নির্বাচিত হন।

 

পুরস্কার গ্রহণের পর (ওসি) মোঃ হুমায়ুন কবির বলেন, আমার এ সম্মান এ পুরস্কার শুধু আমার নয়, এটি ভালুকা থানা’র প্রতিটি সদস্য ও ভালুকার সাধারণ মানুষের সহযোগিতার ফল। ভালুকাবাসি অপরাধ দমনে আমাদের সার্বিক সহযোগিতা করেছেন। আমরা জনগণের আস্থা বিশ্বাস ও ভালোবাসা’কে মূল পুঁজি করে ভবিষ্যতে আরও নিষ্ঠা, সততা ও মানবিকতায় দায়িত্ব পালন করে যেতে চাই। অপরাধ দমনে ভালুকাবাসির সার্বিক সহযোগিতা কামনা করছি।

 

স্থানীয় সচেতন মহল ও বিভিন্ন সামাজিক সংগঠন তাঁকে অভিনন্দন জানিয়ে বলেন, ভালুকা মডেল থানা’র ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ হুমায়ুন কবিরের নেতৃত্বে ভালুকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল হয়েছে এবং জননিরাপত্তা আরও দৃঢ় হয়েছে। সকলেই আশা প্রকাশ করেন, ভবিষ্যতেও এ ধারাবাহিক সাফল্য অব্যাহত থাকবে, অপরাধ দমনে ভালুকাবাসি পুলিশ’কে সার্বিক সহযোগিতা করবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর