ফরহাদ হোসেন কয়রা(খুলনা)প্রতিনিধি
জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব ও ঘূর্ণিঝড়–জলোচ্ছ্বাসে বারবার ক্ষতিগ্রস্ত উপকূলীয় এলাকার কয়রার পরিবারগুলোর নিরাপত্তা ও পুনর্বাসন নিশ্চিতের দাবিতে অভ্যন্তরীণ অভিবাসন, স্থানচ্যুতি ও তাদের সামাজিক সুরক্ষার দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৯ নভেম্বর) বেলা ১১ টায় উপজেলা পরিষদের সামনে কারিতাসের বিএমজেড প্রকল্পের সহযোগিতায় এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। কয়রা উপজেলার উত্তর বেদকাশি ও সদর ইউনিয়নের দুর্যোগে ক্ষতিগ্রস্ত শত শত নারী পুরুষ এই মানববন্ধনে উপস্থিত ছিলেন ।
এ সময় মানববন্ধনে বক্তারা কয়রার অভ্যন্তরীণ অভিবাসীদের জন্য সুরক্ষা, তাদের কর্মসংস্থান সৃষ্টি, গৃহহীনদের বাসস্থানের সুবিধা নিশ্চিত করা সহ টেকসই বেড়িবাঁধ নির্মান করার আহবান জানান।
বক্তারা আরও বলেন, প্রতিনিয়ত নদী ভাঙন, ঘূর্ণিঝড় ইয়াস, সিডর, আইলার মতো দুর্যোগে উপকূলবাসী সর্বস্ব হারাচ্ছে। কিন্তু পুনরুদ্ধার প্রক্রিয়া ধীরগতির হওয়ায় মানুষগুলো দারিদ্র্য ও অনিশ্চয়তার মধ্যে দিন কাটাচ্ছে। এ পরিস্থিতি মোকাবিলায় জলবায়ু তহবিল থেকে সরাসরি ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে সহায়তা প্রদানের দাবিও তুলে ধরেন তারা।
কারিতাসের ডিআরআর- সিসিএ প্রকল্পের মাঠ কর্মকর্তা মোঃ মিজানুর রহমানের পরিচালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন উপজেলা জামায়াতের আমির মাওলানা মিজানুর রহমান, কয়রা সদর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান এইচ এম শাহাবুদ্দিন আহমেদ, জামায়াতের উপজেলা সেক্রেটারী মাওলানা শেখ সাইফুল্লাহ, সাংবাদিক মোস্তফা শফিকুল ইসলাম, সদর উদ্দিন আহমেদ, উপজেলা গন অধিকার পরিষদের সভাপতি ইয়াছিন আলী, উপজেলা পানি কমিটির সদস্য আলহাজ্ব দ্বীন মোহাম্মদ, ডাঃ নুর ইসলাম খোকন, সমাজসেবক মুনছুর রহমান সানা, মোল্যা মনিরুজ্জামান মনি, কামরুল ইসলাম মোল্যা, দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবাবের সদস্য শরিফা খাতুন, তাছলিমা খাতুন,রোমিছা খাতুন, আঃ মান্নান প্রমুখ।