মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫, ০২:২৪ পূর্বাহ্ন
শিরোনাম
শিরোনাম
মহান বিজয় দিবস উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন আবু তাহের প্রধান ভেড়ামারায় অবৈধ ইটভাটায় পরিবেশ অধিদপ্তরের অভিযান কুড়িগ্রাম জেলা তথ্য অফিসের এপিএই অপারেটর শান্ত রায় গ্রেফতার- সুবর্ণচরে টেকসই কৃষির মান উন্নয়নে কৃষকদের মাঝে বীজ ও সার বিতরণ  কুড়িগ্রামের উলিপুরে মহিষ চুরি করে পালানোর সময় আটক ৩ মহান বিজয় দিবসে দেশবাসীকে শ্রীপুর পৌর বিএনপির আহ্বায়ক সদস্য শাহজাহান সজল এর শুভেচ্ছা তারুণ্যের ভাবনা আগামীর ভেড়ামারা কেমন চাই শীর্ষক আলোচনা সভা  ভেড়ামারাতে তিনদিন ব্যাপী বিজয় মেলার উদ্বোধন  ডুয়েটে যথাযোগ্য মর্যাদায় শহিদ বুদ্ধিজীবী দিবস পালিত তারুণ্যের উৎসবে বারি’র প্রযুক্তি প্রদর্শনী এবং কর্মশালা

টঙ্গীতে ছিনতাইকারীর ছুরিকাঘাতে নিহত সালাউদ্দিন: র‍্যাব–১ এর অভিযানে প্রধান আসামি ইমরান গ্রেফতার

মোঃনাসির উদ্দিন গাজীপুর প্রতিনিধি / ২৫ টাইম ভিউ
আপডেট : রবিবার, ডিসেম্বর ৭, ২০২৫, ৭:২৩ অপরাহ্ণ

মোঃ নাসির উদ্দিন গাজীপুর সিটি প্রতিনিধি

 

টঙ্গী পূর্ব থানার অধীনস্থ ফ্লাইওভারের উপর ছিনতাইকারীর ছুরিকাঘাতে নিহত সালাউদ্দিন হত্যা মামলার একমাত্র আসামি ইমরান (২০)–কে টঙ্গী পূর্ব থানা পুলিশের সহায়তায় র‍্যাব–১ এর একটি বিশেষ দল গ্রেফতার করেছে।

গত ০৬ ডিসেম্বর ২০২৫ খ্রি. সকাল আনুমানিক ৬টা ৪৬ থেকে ৬টা ৫৪ মিনিটের মধ্যে টঙ্গী পূর্ব থানাধীন বন্ধন কমিউনিটি সেন্টারের সামনে ফ্লাইওভারের উপর এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। নিহত সালাউদ্দিনের পুরো নাম মোঃ সিদ্দিকুর রহমান (৫৬)। তিনি বরিশাল জেলার বাসিন্দা হলেও দীর্ঘদিন ধরে গাজীপুরের টঙ্গী পূর্ব থানার মধুমিতা রোডস্থ আপন নীড় হাউজিং এলাকায় পরিবার নিয়ে বসবাস করতেন। তিনি বিদ্যুৎ ট্রান্সমিটারের স্টোর কিপার হিসেবে কর্মরত ছিলেন।

সেদিন সকাল ৬টা ৩০ মিনিটে বাসা থেকে কর্মস্থল কলাতিয়া, কেরানীগঞ্জের উদ্দেশ্যে বের হন তিনি। পথিমধ্যে ফ্লাইওভারের ওপর ছিনতাইকারী ইমরান (পিতা: ইউনুস তালুকদার, মাতা: ময়না বেগম, সাং: কড্ডা কালাকুর, থানা: কোনাবাড়ী, জেলা: গাজীপুর) তার পথরোধ করে মোবাইল ছিনিয়ে নেয়ার চেষ্টা করে। এসময় দু’জনের মধ্যে ধস্তাধস্তি হলে ছিনতাইকারী ইমরান ধারালো ছুরি দিয়ে সালাউদ্দিনের বাম হাতের উপরিভাগে তিনটি আঘাত করে। অতিরিক্ত রক্তক্ষরণে কিছুদূর এগিয়ে সিঁড়ির কাছে পড়ে যান সালাউদ্দিন।

অপরদিকে, মোবাইল নিয়ে পালানোর সময় ঘটনাস্থলের তাজা রক্তে ইমরানের জুতায় রক্ত লেগে গেলে সে দ্রুত সিঁড়িতে তার জুতা ও ছুরি ফেলে পালিয়ে টঙ্গী পশ্চিম থানাধীন মাজার বস্তিতে গা-ঢাকা দেয়।

 

সংবাদ পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছান টঙ্গী পূর্ব থানার এসআই এসএম মেহেদী হাসান। তিনি ও তার ফোর্স গুরুতর আহত সালাউদ্দিনকে উদ্ধার করে হাসপাতালে পাঠান। কিন্তু এর আগেই অতিরিক্ত রক্তক্ষরণে সালাউদ্দিনের মৃত্যু হয়। এসআই মেহেদী হাসান লাশের সুরতহাল রিপোর্ট প্রস্তুত করেন।

 

ঘটনার পরপরই টঙ্গী পূর্ব থানা পুলিশ ও র‍্যাব–১ এর একটি যৌথ টিম আশপাশের সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে হত্যাকারী ইমরানকে শনাক্ত করে। আজ ৭ ডিসেম্বর ২০২৫ খ্রি. বিকাল ৫টা ১৫ মিনিটের দিকে মাজার বস্তি এলাকায় অভিযান চালিয়ে আসামি ইমরানকে গ্রেফতার করা হয়। বর্তমানে সে র‍্যাব–১ এর হেফাজতে রয়েছে।

উদ্ধারকৃত আলামত হত্যাকাণ্ডে ব্যবহৃত ছুরি- ১টি,আসামির ব্যবহৃত রক্তমাখা জুতা -১ জোড়া।

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী জানায়, মামলার সুরাহায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর