মাহমুদুল হাসান
বিএনপিপন্থি চিকিৎসকদের সংগঠন ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব)-এর কেন্দ্রীয় নির্বাহী কমিটিতে আইন বিষয়ক সহ সম্পাদক হিসেবে মনোনীত হয়েছেন কুষ্টিয়া জেলার ভেড়ামারা থানার মোকাররমপুর ইউনিয়নের কৃতি সন্তান ডা. জাহিদ হাসান রিপক।
ডা. জাহিদ হাসান শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ থেকে এমবিবিএস সম্পন্ন করেন। পরবর্তীতে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে হেলথ ইকোনমিক্সে মাস্টার্স এবং নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় থেকে এমপিএইচ ডিগ্রি অর্জন করেন। বর্তমানে তিনি বাংলাদেশ সরকারের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউট (IEDCR)-এ গবেষণা কর্মকর্তা হিসেবে কর্মরত আছেন।
তিনি ড্যাবের কক্সবাজার জেলা শাখার সদস্য সচিব এবং শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ ছাত্র সংসদের সাবেক এজিএস হিসেবে দায়িত্ব পালন করেছেন। পাশাপাশি তিনি পাবলিক হেলথ এসোসিয়েশন অফ বাংলাদেশ (PHAB)-এর সাংগঠনিক সম্পাদক হিসেবেও দায়িত্ব পালন করছেন।
সম্প্রতি বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে ড্যাবের ২৭৬ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কেন্দ্রীয় কমিটি ঘোষণা করা হয়। একই সঙ্গে ৫৭ সদস্যের উপদেষ্টা পরিষদও অনুমোদন দেওয়া হয়।