সোমবার, ০৩ নভেম্বর ২০২৫, ১২:৪১ পূর্বাহ্ন
শিরোনাম
শিরোনাম
রাজারহাটে সড়কের কাজ দ্রুত বাস্তবায়নের দাবিতে মানববন্ধন গাজীপুর-৩ আসনে আক্তারুল আলম মাস্টারের পক্ষে রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা লিফলেট বিতরণ সৌদিতে পুলিশের গুলিতে প্রবাসী  যুবকের মৃত্যু ! উঠছে তদন্তের দাবি  নির্বাচন বানচালকারীদের দাঁত ভাঙ্গা জবাব দিতে হবে -অধ্যাপক শহিদুল ইসলাম  সেগমেন্টের সবচেয়ে সেরা আইপি৬৯ প্রো ও ৭০০০ মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি আনছে রিয়েলমি সি৮৫ প্রো! মনিরুল ইসলাম বাপ্পীকে খুলনা জেলা বিএনপির (ভারপ্রাপ্ত) সদস্য সচিব করায় কয়রায় আনন্দ মিছিল। জাতীয় বিশ্ববিদ্যালয় ডিগ্রী (পাস) ও সার্টিফিকেট কোর্স ১ম বর্ষ পরীক্ষার ফরম পূরণের বিলম্ব ফি সংশোধিত  নবনিযুক্ত ও পদোন্নতিপ্রাপ্ত শিক্ষকবৃন্দের সঙ্গে ডুয়েট উপাচার্যের মতবিনিময় সভা অনুষ্ঠিত  ডা. শফিকুর রহমান: ২০২৬-২০২৮ কার্যকালের জন্য জামায়াতে ইসলামীর আমীর নির্বাচিত রংপুর মেডিকেলে অর্থের অভাবে জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে মিঠুন রায়, সাহায্যের আবেদন

নবনিযুক্ত ও পদোন্নতিপ্রাপ্ত শিক্ষকবৃন্দের সঙ্গে ডুয়েট উপাচার্যের মতবিনিময় সভা অনুষ্ঠিত 

নজমুল হক, স্টাফ রিপোর্টার গাজীপুর / ৬ টাইম ভিউ
আপডেট : রবিবার, নভেম্বর ২, ২০২৫, ৭:৩৭ অপরাহ্ণ

নজমুল হক স্টাফ রিপোর্টার গাজীপুর

 

ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (ডুয়েট), গাজীপুর-এর নবনিযুক্ত ও পদোন্নতিপ্রাপ্ত শিক্ষকবৃন্দের সঙ্গে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ জয়নাল আবেদীন-এর এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (২ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের শহিদ আবু সাঈদ প্রশাসনিক ভবনের কনফারেন্স কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।সভায় উপাচার্য মহোদয় বিভিন্ন বিভাগ ও ইনস্টিটিউটের নবনিযুক্ত ও পদোন্নতিপ্রাপ্ত শিক্ষকবৃন্দকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে বলেন, ‘ডুয়েটের গৌরব ও সাফল্যের ধারাবাহিকতা বজায় রাখতে প্রত্যেক শিক্ষককে শিক্ষা, গবেষণা ও উদ্ভাবনের মাধ্যমে বিশ্ববিদ্যালয়কে আরও এগিয়ে নিতে হবে।’ তিনি সম্প্রতি একনেকে অনুমোদনকৃত এম-ডুয়েট প্রকল্প, আর্কিটেকচার বিভাগের আইএবি কর্তৃক অ্যাক্রেডিটেশন অর্জন, একাডেমিক এক্সিলেন্স অ্যাওয়ার্ড প্রদান ও শিক্ষার্থীদের কর্মসংস্থানের লক্ষ্যে জব ফেয়ার আয়োজন, ইউজিসির হিট প্রকল্পসহ বিভিন্ন অর্জন তুলে ধরে শিক্ষকবৃন্দকে সততা ও নিষ্ঠার সঙ্গে একাডেমিক উৎকর্ষতা অর্জনে সক্রিয় ভূমিকা রাখার উদাত্ত আহ্বান জানান। তিনি আরও বলেন, ‘একজন শিক্ষক শ্রেণিকক্ষে শুধু পাঠদান করেন না, তিনি জ্ঞান সৃষ্টি ও বিতরণ এবং ভবিষ্যৎ প্রজন্মের স্বপ্ন নির্মাণ করেন। তাই সততা, নিষ্ঠা, নৈতিকতা, মূল্যবোধ ও দায়িত্ববোধকে সঙ্গী করে একাডেমিক উৎকর্ষতা অর্জনের পথে স্ব-স্ব অবস্থান থেকে প্রতিনিয়ত কাজ করে যেতে হবে। শিক্ষকের প্রতিটি উদ্যোগই যেন শিক্ষার্থী, সমাজ ও জাতির প্রতি দায়বোধের প্রকাশ হয়- এটাই আমাদের প্রত্যাশা।’ অনুষ্ঠানে উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. আরেফিন কাওসার নবনিযুক্ত ও পদোন্নতিপ্রাপ্ত শিক্ষকবৃন্দকে শুভেচ্ছা ও অভিনন্দন জানান। তিনি শিক্ষা, গবেষণা ও প্রকাশনায় ডুয়েটে এগিয়ে নিতে সকলের সহযোগিতা কামনা করেন। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের ডীন, বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধান ও ইনস্টিটিউটের পরিচালকবৃন্দ।

 

অনুষ্ঠানে বিভিন্ন বিভাগ ও ইনস্টিটিউটের ৩০ জন প্রভাষক, সহকারী অধ্যাপক, সহযোগী অধ্যাপক এবং অধ্যাপক পদে নবনিযুক্ত ও পদোন্নতিপ্রাপ্ত শিক্ষক উপস্থিত ছিলেন। মতবিনিময় সভায় নবনিযুক্ত ও পদোন্নতিপ্রাপ্ত শিক্ষকবৃন্দ তাঁদের অনুভূতি, অভিজ্ঞতা ও প্রত্যাশা তুলে ধরেন। তাঁরা উপাচার্য মহোদয়ের দূরদর্শী নেতৃত্বে ডুয়েটকে আন্তর্জাতিক মানের প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের অঙ্গীকার ব্যক্ত করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর