সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫, ০১:২৮ পূর্বাহ্ন
শিরোনাম
শিরোনাম
ভেড়ামারায় শহীদ বুদ্ধিজীবী দিবস যথাযথ মর্যাদায় পালিত  আন্তর্জাতিক অভিবাসী ও জাতীয় প্রবাসী দিবস-২০২৫ উপলক্ষে গাইবান্ধায় সেবা সপ্তাহের উদ্বোধন ৩ মাসে ১৩টি খুনের ঘটনা ঘটেছে ! এ ছাড়া, ধর্ষণের শিকার হয়েছে ৩৭ জন শ্রীপুরে বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত রাজারহাটে নৈশপ্রহরী তপনকে নির্মমভাবে হত্যা করে ৩৫ লক্ষ টাকা লুট! টাঙ্গাইলের মধুপুরে শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত অন্তর্ভুক্তিমূলক দুর্যোগ সতর্ক বার্তা ব্যবস্থা গড়ে তোলা অত্যন্ত জরুরি,কয়রায় দুর্যোগের সতর্ক বার্তা বিষয়ক এ্যাডভোকেসি সভা গাইবান্ধায় যথাযোগ্য মর্যাদায় শহিদ বুদ্ধিজীবী দিবস পালন  গাজীপুরে শহীদ বুদ্ধিজীবীদের প্রতি জেলা পুলিশের শ্রদ্ধা নিবেদন পয়ঃবর্জ্য ব্যবস্থাপনায় সচেতনতা বাড়াতে গাজীপুর সিটি কর্পোরেশনের মতবিনিময় সভা

নবীন প্রবীণ জনকল্যাণ সংস্থার নির্বাহী সদস্য মোঃ নুরুজ্জামানকে সংবর্ধনা

মোঃনাসির উদ্দিন গাজীপুর প্রতিনিধি / ৬ টাইম ভিউ
আপডেট : শনিবার, ডিসেম্বর ১৩, ২০২৫, ১০:১৭ অপরাহ্ণ

মোঃ নাসির উদ্দিন গাজীপুর জেলা প্রতিনিধি 

 

নবীন প্রবীণ জনকল্যাণ সংস্থার নির্বাহী সদস্য মোঃ নুরুজ্জামানকে সংবর্ধনা প্রদান করা হয়েছে। সম্প্রতি সংস্থার উদ্যোগে আয়োজিত এক সংবর্ধনা অনুষ্ঠানে তার দীর্ঘদিনের সমাজসেবামূলক কর্মকাণ্ড ও সংগঠনের প্রতি নিষ্ঠাবান অবদানের স্বীকৃতিস্বরূপ তাকে এই সম্মাননা দেওয়া হয়।

অনুষ্ঠানে সংস্থার সহ-সভাপতি, সাধারণ সম্পাদকসহ কার্যকরী ও সাধারণ সদস্যরা উপস্থিত ছিলেন। বক্তারা বলেন, মোঃ নুরুজ্জামান দীর্ঘদিন ধরে সততা ও নিষ্ঠার সঙ্গে সমাজকল্যাণমূলক কর্মকাণ্ডে নিজেকে নিয়োজিত রেখেছেন। তার এই অবদান সংগঠনের ভবিষ্যৎ অগ্রযাত্রায় অনুপ্রেরণা হিসেবে কাজ করবে।

অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাছা থানা বিএনপির নেতা আসাদুজ্জামান আসাদ। তিনি তার বক্তব্যে বলেন, নবীন প্রবীণ জনকল্যাণ সংস্থা সাধারণ মানুষের কল্যাণে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। সংগঠনটির সুনাম ইতোমধ্যে গাজীপুরসহ এর বাইরেও ছড়িয়ে পড়েছে। তিনি সংগঠনের সুখে-দুঃখে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন।

সংবর্ধনা গ্রহণ করে মোঃ নুরুজ্জামান সংস্থার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, ভবিষ্যতেও তিনি নবীন প্রবীণ জনকল্যাণ সংস্থার সঙ্গে থেকে অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের কল্যাণে কাজ করে যাবেন।

এ সময় আরও উপস্থিত ছিলেন সংস্থার সহ-সভাপতি আনিসুল ইসলাম, সাধারণ সম্পাদক মোঃ মামুন গাজী, যুগ্ম সাধারণ সম্পাদক আলমগীর হোসেন দিপু, সাংগঠনিক সম্পাদক রাজু আহমেদ, কোষাধ্যক্ষ শওকত আলীসহ মোঃ সোলায়মান বেপারী, নাজমুল ইসলাম শ্যামল, মোঃ সোহরাব হোসেন, মোঃ আলমগীর হোসেন, মোঃ রফিকুল ইসলাম, মোঃ মাজহারুল ইসলাম, মোঃ ইব্রাহিম খলিল রনি, মোঃ সাদিকুর রহমান, শামসুদ্দিন জুয়েল, মোঃ শাহিন শিকদার, মোঃ আবুল হোসেন, অরুণ আহমেদ, সখিনা আক্তারসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

সংক্ষিপ্ত আলোচনা শেষে দুপুরের খাবার পরিবেশনের মধ্য দিয়ে সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠানটির সমাপ্তি ঘটে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর