গাইবান্ধা প্রতিনিধি মোঃ শিমুল মিয়া
৬-১১ ডিসেম্বর পরিবার কল্যাণ সেবা ও প্রচার সপ্তাহ উপলক্ষে বৃহস্পতিবার সকালে এক অ্যাডভোকেসি সভা জেলা প্রশাসক সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ মাসুদুর রহমান মোল্লা। সেবা ও প্রচার সপ্তাহে এবারের প্রতিপাদ্য বিষয় ছিল ‘পরিকল্পিত পরিবার, নিরাপদ মাতৃত্বের অঙ্গীকার’। স্বাস্থ্য শিক্ষা, পরিবার কল্যাণ বিভাগ ও স্বাস্থ্য পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সহযোগিতায় জেলা পরিবার পরিকল্পনা বিভাগ এই সভার আয়োজন করে।
জেলা পরিবার পরিকল্পনা বিভাগের উপ-পরিচালক তরিকুল ইসলামের সভাপতিত্বে অ্যাডভোকেসি সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) যাদব সরকার, ইসলামিক ফাউন্ডেশনের উপ-পরিচালক মো. সিরাজুল ইসলাম, জেলা সহকারি পরিচালক মাহবুবা খাতুন প্রমুখ। সভায় ইমাম, মোয়াজ্জিন, এনজিনও প্রতিনিধি যুবতি, কিশোরীরা উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন, পরিবার পরিকল্পনা, মা ও শিশুর স্বাস্থ্যসেবা, পুষ্টি এবং নিরাপদ মাতৃত্ব সম্পর্কে মানুষের দৃষ্টিভঙ্গিতে ইতিবাচক পরিবর্তন আনাই এই সপ্তাহের মূল উদ্দেশ্য। এসময়ে জেলার সকল ইউনিয়ন পরিবার কল্যাণ কেন্দ্র এবং মা ও শিশু হাসপাতালে পরিবার পরিকল্পনা, মা ও শিশু স্বাস্থ্য এবং কৈশোরকালীন স্বাস্থ্য সেবা প্রদানে বিশেষ পরামর্শ ও সেবা প্রদান করা হবে। পরিবার কল্যাণ সেবা ও প্রচার সপ্তাহ সুষ্ঠুভাবে পালনে সরকারের পাশাপাশি তিনি এনজিও প্রতিনিধিগণের দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান।