শেরপুর( বগুড়া) প্রতিনিধি
শেরপুর থানা চালকল মালিক সমিতির সভাপতি, শেরপুর উপজেলা জাতীয় পার্টির সভাপতি, বিশিষ্ট ব্যাবসায়ী আব্দুল কুদ্দুস ভূইয়া কুদু(৬৫) আর নেই।
তিনি সোমবার (১৫ ডিসেম্বর) দিবাগত রাত ৩ টায় রাজধানী ঢাকার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেছেন। (ইন্নালিল্লাহী ..রাজেউন)। মৃত্যুকালে তিনি ২ ছেলেসহ অসংখ্য গুনগরাহী রেখে গেছেন। পরদিন (১৬ ডিসেম্বর) মঙ্গলবার বাদ আসর শেরপুর শহীদিয়া আলিয়া মাদ্রাসা মাঠে জানাজা শেষে দাফন করা হয়। জানাজা পূর্ববর্তী সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তব্য রাখেন শেরপুর পৌরসভার সাবেক মেয়র আলহাজ্ব জানে আলম খোকা, জামায়াত নেতা মাওলানা দবিবুর রহমান,জেলা বিএনপির উপদেষ্টা শফিকুল আলম তোতা,৫ নং মির্জাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ জাহিদুল ইসলাম, ১০ নং শাহ বন্দেগী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মাওলানা আবুল কালাম আজাদ, চাউল কল মালিক সমিতির সভাপতি আলহাজ্ব আব্দুল হামিদ,বিএনপি নেতা বদিউজ্জামান বদি,মরহুমের ছেলে চাউল কল মালিক সমিতির সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর আলম প্রমুখ।