মাহমুদুল হাসান
কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলার বাহাদুরপুর ইউনিয়ন বিএনপি আয়োজিত মত বিনিময় সভা অনুষ্ঠিত হয় ।
১৩ই নভেম্বর বৃহস্পতিবার, বিকাল ৩ টার সময় বাহাদুরপুর ইউনিয়নে অবস্থিত বিজেএম কলেজ মাঠ, জাতীয়তাবাদী দল বিএনপির মনোনীত প্রার্থী ধানের শীষের প্রার্থী ব্যারিস্টার রাগীব রউফ চৌধুরীর ধানের শীষের পক্ষে এক মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়। মতবিনিময় সভা একসময় জনসভায় পরিণত হয়। অনুষ্ঠানে ধানের শীষের পক্ষে বিভিন্ন ওয়ার্ড থেকে বিএনপির নেতা কর্মীরা খন্ড খন্ড মিছিল নিয়ে এই সভায় উপস্থিত হন। অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয়তাবাদী দল বিএনপি’র নির্বাহী কমিটির সদস্য ও কুষ্টিয়া ২-( ভেড়ামারা -মিরপুর) আসনের জাতীয় জাতীয়তাবাদী দল বিএনপির মনোনীত প্রার্থী ব্যারিস্টার রাগীব রউফ চৌধুরী, তিনি তার বক্তব্যে বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি প্রত্যেকটি নেতাকর্মী কে নিয়ে একটি পরিবার, সেই জায়গা থেকে দল থেকে যাকে মনোনয়ন দেয়া হয়েছে আমি প্রত্যেক নেতাকর্মীকে অনুরোধ করছি সবাই ঐক্যবদ্ধ হয়ে প্রত্যেকটি গ্রাম ও ওয়ার্ডে গিয়ে ধানের শীষে পক্ষে দেশনায়ক তারেক রহমানের ৩১ দফা সংস্কার প্রস্তাব প্রত্যেক ঘরে ঘরে নতুন ভোটারদের কাছে পৌঁছে দেন। আমি একজন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র কর্মী হিসেবে আমাদের প্রত্যেকের কর্তব্য ও দায়িত্ব আমাদের সঠিকভাবে সুন্দরভাবে ধানের শীষের প্রচারণায় অংশগ্রহণ করা। আমি পরিষ্কারভাবে বলতে চাই বিএনপি একটি বৃহৎ দল যদি কোন কারণে মনোনয়ন পরিবর্তন করে তাহলে আমি ব্যারিস্টার রাগীব রউফ চৌধুরী সেই দিন থেকেই ধানের শীষের পক্ষে কাজ করবো।অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভেড়ামারা উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সদস্য সচিব শাহাজান আলী,
জেলা বিএনপির সাবেক সদস্য শিহাবুল ইসলাম সিহাব, উপজেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য অ্যাডভোকেট বুলবুল আবু সাইদ শামিম,
ভেড়ামারা পৌর যুবদলের আহ্বায়ক হাফিজুর রহমান জিন্না, ভেড়ামারা উপজেলা যুবদলের সদস্য সচিব মোশাররফ হোসেন, মিরপুর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক রহমত আলী রব্বানী, বাহাদুরপুর ইউনিয়ন বিএনপি সাবেক সাধারণ সম্পাদক বুলবুল কবির বুলবুল, মোকারিমপুর ইউনিয়ন বিএনপির সভাপতি শাহাদত হোসেন, অনুষ্ঠানের সভাপতিত্ব করেন বাহাদুরপুর ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আব্দুস সালাম।