মাহমুদুল হাসান চন্দন ভেরামারা প্রতিনিধি
কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলায় ১৬ই ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষে তিন দিনব্যাপী বিজয় মেলার উদ্বোধন।
মহান বিজয় দিবস উপলক্ষে উপজেলা প্রশাসনের উদ্যোগে সোমবার সকাল ১১ টার সময় উপজেলা চত্বরে তিন দিনব্যাপী বিজয় মেলার ফিতা কেটে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার রফিকুল ইসলাম। তিনি বলেন মহান বিজয় দিবস উপলক্ষে উপজেলা চত্বরে ৩ দিন ব্যাপি এই মেলা চলবে। এই মেলায় বিভিন্ন আইটেমের দোকান বসেছে মেলা উদ্বোধনের পর থেকে ছোট বড় বিভিন্ন ধরনের মানুষ মেলায় আসতে শুরু করেছে। এই মেলায় বিভিন্ন আইটেমের জিনিস পত্র নিয়ে দোকানদাররা দোকান সাজিয়ে বসেছেন। এসময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভুমি) গাজী আশিক বাহার, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা আশফাকুর রহমান, ভেড়ামারা প্রেসক্লাবের সভাপতি আমিরুল ইসলাম মান্নান, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের আহবায়ক বীর মুক্তিযোদ্ধা আবু দাউদ, ডায়াবেটিস সমিতির সাধারণ সম্পাদক অমরেন্দ্রনাথ বিশ্বাস, সাংবাদিক ও বিশিষ্ট ব্যবসায়ীক আব্দুল আলিম, আসমান আলী সহ সরকারি কর্মকর্তা কর্মচারী ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। পরে প্রধান অতিথি মেলার স্টল গুলো ঘুরে দেখেন।