বৃহস্পতিবার, ০৬ নভেম্বর ২০২৫, ১২:৪০ পূর্বাহ্ন
শিরোনাম
শিরোনাম
কালীগঞ্জে পৃথক অভিযানে ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেফতার গাজীপুরে সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় স্বেচ্ছাসেবক দলের দুই নেতা বহিষ্কার চাঁদপুরে বাউবির নবনির্মিত অফিস ভবনের উদ্বোধন তিস্তা ব্যারেজ থেকে দেখা মিলছে কাঞ্চনজঙ্ঘা পানিতে ৬০ দিন টিকে থাকার সক্ষমতা ও উজ্জ্বলতম ডিসপ্লে নিয়ে রিয়েলমি সি৮৫ প্রো উন্মোচন উপজেলা তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়ন ট্রাস্কফোর্স কমিটির ত্রৈমাসিক সভা  কাউনিয়ায় নিজ কন্যাকে ধর্ষণ চেষ্টায় বাবা গ্রেফতার গাকৃবির সাথে ব্র্যাক সিডের চুক্তিপত্র স্বাক্ষরিত কার্যকর সহযোগিতার আহ্বান ভিসির শ্রীপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদকসহ ৩ সাংবাদিকের নামে হয়রানিমূলক মামলার প্রতিবাদ  বারি’র “কেন্দ্রীয় গবেষণা পর্যালোচনা ও কর্মসূচি প্রণয়ন কর্মশালা-২০২৫” এর উদ্বোধন

ভেড়ামারায় রাসয়নিক সারের পরিমিত ব্যবহার বিষয়ক আলোচনা সভা

মাহমুদুল হাসান / ৫৪ টাইম ভিউ
আপডেট : বুধবার, অক্টোবর ৮, ২০২৫, ৭:০৯ অপরাহ্ণ

মাহমুদুল হাসান 

কুষ্টিয়া জেলার ভেড়ামারা উপজেলায় বাহিরচর চররুপপুরে পার্টনার ফিল্ড স্কুলে রাসায়নিক সারের পরিমিত ব্যবহারের ওপর একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

 

সভায় বক্তারা বলেন, রাসায়নিক সারের পরিমিত ব্যবহারের ওপর একটি আলোচনা সভার উদ্দেশ্য হলো কৃষকদের সার ব্যবহারে সচেতন করা, অতিরিক্ত ব্যবহারজনিত সমস্যা ও পরিবেশগত ক্ষতি সম্পর্কে জানানো, এবং সঠিক সার প্রয়োগের মাধ্যমে ভালো ফলন ও সাশ্রয়ী কৃষি নিশ্চিত করা। এমন সভায় ভূমি পরীক্ষা, সঠিক সার নির্বাচন, জৈব ও রাসায়নিক সারের সমন্বিত ব্যবহার, এবং মাটির স্বাস্থ্য রক্ষার ওপর গুরুত্ব আরোপ করা হয়।

 

অতিরিক্ত সার ব্যবহারের ফলে মাটির উর্বরতা হ্রাস, রাসায়নিক দূষণ, এবং মাটির ভৌত, রাসায়নিক ও জৈবিক গুনাগুণের ক্ষতি হয়।

 

অতিরিক্ত সার ব্যবহারে ফসলের খরচ বৃদ্ধি পায় এবং রোগ-বালাই ও পোকার আক্রমণ কমে বলে কীটনাশকের ব্যবহার কমানো যায়, যা খরচ সাশ্রয়ে সহায়ক।

 

কোনো জমিতে কী পরিমাণ সার প্রয়োজন, তা নির্ধারণের জন্য মাটি পরীক্ষা করা অপরিহার্য।

 

মাটির অবস্থা ও ফসলের চাহিদা অনুযায়ী সঠিক সার (যেমন ইউরিয়া, টিএসপি, এমওপি) নির্বাচন করতে হবে। জৈব সার ও রাসায়নিক সারের সুষম ব্যবহার নিশ্চিত করে মাটির স্বাস্থ্য ভালো রাখা যায়। রাসায়নিক সারের ওপর নির্ভরতা কমানো এবং জৈব উপায়ে সার উৎপাদন ও ব্যবহার বৃদ্ধির ওপর জোর দেওয়া হয়।

 

ফসলের সঠিক বৃদ্ধির জন্য উপযুক্ত পরিমাণ সার প্রয়োগ করা দরকার। বিশেষজ্ঞদের পরামর্শ ও গবেষণা কাউন্সিলের নির্দেশনা অনুসরণ করে সার প্রয়োগ করতে হবে।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কুষ্টিয়া খামারবাড়ি কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক কৃষিবিদ শওকত হোসেন ভূঁইয়া, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কুষ্টিয়া খামারবাড়ির কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত পরিচালক কৃষিবিদ ওয়াহিদুজ্জামান। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন ভেড়ামারা উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার ও ও উপজেলা কৃষি কর্মকর্তা (ভারপ্রাপ্ত) আশফাকুর রহমান। আরো উপস্থিত ছিলেন, ভেড়ামারা উপজেলা সহকারী কৃষি সম্প্রসারণ কর্মকর্তা আবু সাঈদ, উপজেলা উপ সহকারী কৃষি কর্মকর্তা শাম্মী সুলতানা, উপজেলা উপ সহকারী কৃষি কর্মকর্তা কে এম রবিউল, উপজেলা উপ সহকারী কৃষি কর্মকর্তা আব্দুর রহমান সহ ২৫ জন কৃষক।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর