স্টাফ রিপোর্টার,মোঃ রেজাউল হক কুড়িগ্রাম
রাজারহাটের ছেলে অর্থের অভাবে চিকিৎসা করতে না পেরে ক্রমশই মৃত্যুর কোলে ঢলে পড়ছেন এক যুবক। কুড়িগ্রামের রাজারহাট উপজেলার ঘরিয়ালডাঙ্গা কামারপাড়া গ্রামের সহায় সম্বলহীন পিতা ফুলপদ রায়ের ছেলে যুবক মিঠুন রায়। অন্যের কাপড়ের দোকানে কাজ করা মিঠুন রায় এক কঠিন রোগে আক্রান্ত হয়ে ঢাকার খিলখেত এলাকার কাটাবন হেলথকেয়ার হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা সেবা গ্রহণ করেন। এসময় তার বাম হাতে পঁচন ধরলে চিকিৎসকের পরামর্শ মোতাবেক ধারদেনা করে পঁচন ধরা হাতটি কেটে ফেলা হয়।
দরিদ্র মিঠুন রায় টাকার অভাবে ঢাকা থেকে অসুস্থ অবস্থায় বাড়ী এসে স্বপ্নের পৃথিবীতে বেঁচে থাকার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়। রমেকে চিকিৎসাধীন অবস্থায় থাকলেও অর্থাভাবে চিকিৎসার ব্যয়ভার নির্বাহ করতে না পারায় রোগের যন্ত্রণা নিয়ে এক ধরনের বিনা চিকিৎসায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের তৃতীয় তলায় ৩১ নম্বর ওয়ার্ডের বেডে জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে রয়েছেন। এই সুন্দর পৃথিবীতে বাঁচার জন্য তিনি সমাজের বিত্তবান ব্যক্তি, প্রতিষ্ঠান ও সরকারসহ সর্বস্তরের মানুষের নিকট সহযোগিতার আবেদন জানিয়েছেন। আপনি/আপনারা দয়া করে বিকাশ নাম্বারে-০১৩৩৩-৮৯০৮৩৮ আপনার সাহায্য পাঠিয়ে একজন মৃত্যুপ্রায় অসহায় মানুষের পাশে দাঁড়ানোর অনুরোধ করা হলো।