স্টাফ রিপোর্টার,মোঃ রেজাউল হক কুড়িগ্রাম
রাজারহাটে ইউনিয়ন পর্যায়ে মাদক,দাদন ও দুর্নীতি প্রতিরোধ কমিটির কমিটি গঠন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে ।শনিবার উপজেলার চাকিরপশার ইউনিয়নের সরকারি মীর ইসমাইল হোসেন কলেজ হলরুমে এই সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে বক্তৃতা করেন, রাজারহাট থানার অফিসার ইনচার্জ নাজমুল আলম। উপজেলা মাদক,দাদন ও দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক আসাদুজ্জামান আসাদ এর উদ্বোধন করেন।
এতে প্রধান অতিথি হিসেবে উপজেলা মাদক,দাদন ও দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি নজরুল ইসলাম উপস্থিত ছিলেন।
স্থানীয় সমাজ সেবক মিয়া ইফতেখার রাঙ্গা সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপজেলা কমিটির সহ-সভাপতি মশিউর রহমান,প্রধান শিক্ষক গোলাম মোস্তফা,আতাউর রহমান রিপন,যুগ্ম সম্পাদক এডভোকেট আলী আহমেদ আতিক ও রুবেল পাটোয়ারী,সাংগঠনিক সম্পাদক এডভোকেট রায়হানুল কবির কানন,কোষাধ্যক্ষ ফরহাদ আলী,সহকারী অধ্যাপক (অব:) জহুরুল ইসলাম,মোনাইমখা মোন্নাফ,তারেক রহমান সহ অনেকে বক্তব্য দেন।