স্টাফ রিপোর্টার,মোঃ রেজাউল হক কুড়িগ্রাম
কুড়িগ্রামের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট সিফাত মেহনাজ এর সাথে রাজারহাট উপজেলা পর্যায়ের কর্মকর্তা ও সুধীজনের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার দুপুরে রাজারহাট উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা সম্মেলন কক্ষে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এ সময় কুড়িগ্রাম জেলা প্রশাসক সিফাত মেহনাজ এর সভাপতিত্বে বক্তব্য দেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: আল-ইমরান রাজারহাট থানার ভারপ্রাপ্ত অফিসার ইনচার্জ আব্দুল রহিম রাজারহাট উপজেলা স্বাস্থ্য ও পঃপ কর্মকর্তা ডাঃ গোলাম রসুল রাখি উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক এডভোকেট শফিকুল ইসলাম, উপজেলা জামায়াতের আমির মাও: কফিল উদ্দিন রাজারহাট প্রেসক্লাবের সেক্রেটারি আসাদুজ্জামান আসাদ, উপজেলা যুবদল আহ্বায়ক আব্দুল কুদ্দুস উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা শরিফ আহমেদ, উপজেলা স্বেচ্ছাসেবক দল আহ্বায়ক আনিছুর রহমান লিটন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা জয়ন্তি রানী সহ অনেকে।