স্টাফ রিপোর্টার,মোঃ রেজাউল হক কুড়িগ্রাম
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কুড়িগ্রাম ২৬/০২ আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের(বিএনপি)মনোনীত প্রার্থী আলহাজ্ব সোহেল হোসাইন কায়কোবাদের পক্ষে গণসংযোগ করেছেন জেলা জাতীয়তাবাদী যুবদলের সভাপতি রায়হান কবীর।
সোমবার(১০নভেম্বর)রাতে রাজারহাট উপজেলার নাজিমখান ইউনিয়নের বাছড়া বাজারে গণসংযোগকালে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক রাষ্ট্র মেরামতের ৩১ দফার লিফলেট বিতরণ করেন ও আগামী নির্বাচনে ধানের শীষ প্রতীকে ভোট চেয়েছেন।
গণসংযোগের পুর্বে নাজিমখান ইউনিয়ন জাতীয়তাবাদী যুবদলের নেতাকর্মীর সঙ্গে মতবিনিময়কালে কুড়িগ্রাম জেলা যুবদলের সভাপতি রায়হান কবীর
বলেন,শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান খাদ্যে স্বয়ংসম্পূর্ণতা ও রাষ্ট্রগঠনে যে উনিশ দফা কর্মসূচী ঘোষনা করেছিলেন সেই কর্মসূচি বাস্তবায়নের ক্ষেত্রে যুব সমাজকে সম্পৃক্ত করেছেন।তেমনিভাবে তারেক রহমানের রাষ্ট্র মেরামতের ৩১দফার যে কর্মসূচি ঘোষণা করেছেন সেখানে যুব সমাজ অগ্রণী ভূমিকা পালন করবে সেই লক্ষ্যে যুবদলের নেতৃত্ববৃন্দের সঙ্গে আলোচনায় সমাজের সর্বস্তরের যুব সমাজকে সংগঠিত করার লক্ষ্যে এসব কথা বলেন যুবনেতা রায়হান কবীর।
মতবিনিময় ও গণসংযোগকালে উপস্থিত ছিলেন রাজারহাট উপজেলা যুবদলের আহ্বায়ক আব্দুল কুদ্দুস,সদস্য সচিব নয়ন আলী,যুগ্ম আহ্বায়ক আবুল কালাম আজাদ, যুগ্ন আহ্বায়ক রাশেদুল ইসলাম লায়ন,সাবেক ছাত্রনেতা ও উপজেলা যুবদলের সদস্য সেকেন্দার আলী লিমন,
স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব রুবেল চৌধুরী,উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সাদ্দাম হোসেন,নাজিমখান ইউনিয়ন যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক আমিনুল ইসলাম,সদস্য সচিব সাজু মিয়া,যুগ্ম আহ্বায়ক কাজল,সদস্য রাহেনুল ইসলামসহ তৃনমুল নেতাকর্মী উপস্থিত ছিলেন।