স্টাফ রিপোর্টার,মোঃ রেজাউল হক কুড়িগ্রাম
রাজারহাটে নানা আয়োজনের মধ্যে দিয়ে মহান বিজয় দিবস পালিত হয়েছে।
মঙ্গলবার(১৬ই ডিসেম্বর) সূর্যোদয়ের সাথে সাথে উপজেলা পরিষদ চত্বরে অস্থায়ী মুক্তিযোদ্ধা স্মৃতিস্তম্ভে ৩১ বার তোপধ্বনির মধ্যদিয়ে দিবসটি শুরু করা হয়।
মহান স্বাধীনতা যুদ্ধে বীর শহীদদের স্মরণে শহীদ বীরমুক্তিযোদ্ধা স্মৃতিফলকে ফুল দিয়ে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করা হয়। এসময় রাজারহাট উপজেলা প্রশাসনের পক্ষে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেন রাজারহাট উপজেলা নির্বাহী অফিসার আল ইমরান হোসেন সহ উপজেলা পরিষদের সকল কর্মকর্তা ও কর্মচারীগণ।
রাজারহাট উপজেলা বিএনপির আহবায়ক কমিটির আহবায়ক এডভোকেট শফিকুল ইসলাম ও সদস্য সচিব সাহিদুর ইসলামের নেতৃত্বে উপজেলা বিএনপির অঙ্গ সহযোগী সংগঠন ছাত্রদল,যুবদল,স্বেচ্ছাসেবক দল সহ বিভিন্ন সংগঠন বীর শহীদদের ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন।
রাজারহাট থানার পক্ষ হতে ভারপ্রাপ্ত কর্মকর্তা আঃ ওয়াদুদের নেতৃত্বে রাজারহাট থানা পুলিশ শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।মুক্তিযোদ্ধা সংসদ,৭১ এর সহযোগী মুক্তিযোদ্ধা, অন্যান্য রাজনৈতিক দল, স্বেচ্ছাসেবী সংগঠন সহ উপজেলার বিভিন্ন সরকারী, বেসরকারি, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনগুলো শহীদ বীর মুক্তিযোদ্ধাদের স্মরণে পুষ্পস্তবক অর্পণ করে।
পরে সকল বীর শহীদদের রুহের মাগফেরাত কামনায় এক মিনিট নীরবতা পালন শেষে দোয়া ও মোনাজাত করা হয়।