রবিবার, ০৭ ডিসেম্বর ২০২৫, ০৯:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম
শিরোনাম
বাংলাদেশ সেন্ট্রাল প্রেস ক্লাব (B.C.P.C)-এর প্রতিষ্ঠাতা সভাপতি খান সেলিম রহমানের শ্বশুরের ভোলায় দাফন সম্পূর্ণ ভেড়ামারা ইউ এন ও ক্রিকেট ফাইনাল খেলা অনুষ্ঠিত কালীগঞ্জে ওলামা মাশায়েখ পরিষদের সম্মেলন অনুষ্ঠিত পুলিশ গুছিয়ে উঠে নিজেরা সংহত হতে পেরেছে: রংপুরে পররাষ্ট্র উপদেষ্টা রংপুরে দুই সন্তানের জননীকে বিষপ্রয়োগে হত্যা আরব আমিরাতে ১২ বছরের বিচ্ছেদের পরে মা ছেলেকে একত্রিত করলো শারজাহ্ পুলিশ মাটি কেবল সম্পদ নয়, আমাদের অস্তিত্ব রক্ষার এক চিরন্তন আশ্রয় বিশ্ব মৃত্তিকা দিবস ২০২৫ উপলক্ষে গাকৃবি- ভিসি ভাঙছে নদীর ঢেউ  ভেড়ামারায় খালেদা জিয়ার শারীরিক সুস্থতা ও দীর্ঘায়ু কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত  গাসিকের প্রশাসক গোল্ডকাপ ২০২৫ উদ্বোধন

শিক্ষার্থীদের সুবিধা বিবেচনায় ভেন্ডিং মেশিন চালু করলেন গাকৃবি ভিসি

নজমুল হক, স্টাফ রিপোর্টার গাজীপুর / ৪৬ টাইম ভিউ
আপডেট : বুধবার, নভেম্বর ১২, ২০২৫, ৭:০৯ অপরাহ্ণ

নজমুল হক স্টাফ রিপোর্টার গাজীপুর

 

উন্নত বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে শিক্ষার্থীদের দৈনন্দিন প্রয়োজন মেটাতে গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ে (গাকৃবি) স্থাপন করা হয়েছে আধুনিক ডিজিটাল ভেন্ডিং মেশিন। ১২ নভেম্বর বুধবার বিকেল ২টা ১৫ মিনিটে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী সম্মেলন কেন্দ্রে ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. জিকেএম মোস্তাফিজুর রহমান মেশিনটির উদ্বোধন করেন। উদ্বোধনের মাধ্যমে গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয় স্মার্ট সেবা ও শিক্ষার্থীবান্ধব পরিবেশ গঠনে আরও একধাপ এগিয়ে গেল যা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের দূরদর্শী নেতৃত্ব ও উন্নয়নযাত্রার এক উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে থাকবে।

 

উদ্বোধনী অনুষ্ঠানে শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীদের সরব উপস্থিতিতে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। উদ্বোধনের পর উপাচার্য সকলকে ধন্যবাদ জানিয়ে তাঁর বক্তব্যে বলেন, “গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয় এখন আন্তর্জাতিক র‍্যাঙ্কিংয়ে দেশের শীর্ষস্থানে এবং আন্তর্জাতিক পর্যায়ে গৌরবময় অবস্থানে রয়েছে। শিক্ষার্থীদের প্রয়োজনীয়তা ও স্বাচ্ছন্দ্য নিশ্চিত করাই আমাদের পরবর্তী লক্ষ্য। এই ভেন্ডিং মেশিন তারই অংশ, একটি যুগান্তকারী পদক্ষেপ, যা আমাদের স্মার্ট ক্যাম্পাস গঠনের যাত্রাকে আরও এগিয়ে নেবে। আগামী ১২-১৩ ডিসেম্বর, ২০২৫ তারিখে গাকৃবিতে আন্তর্জাতিক সম্মেলন অনুষ্ঠিত হবে উল্লেখ করে উপাচার্য বলেন, সম্মেলনে ৮টি দেশের শিক্ষাবিদ ও গবেষকমণ্ডলী অংশগ্রহণ করবেন। অন্যদিকে খুব শ্রীঘ্রই বিশ্বের ৫টি দেশ থেকে উল্লেখযোগ্য সংখ্যক শিক্ষার্থীরা পিএইচডি করতে আসবেন। এটি আমাদের গুণগত শিক্ষা, গবেষণা ও সুন্দর ক্যাম্পাস সংস্কৃতির স্বীকৃতি।” উপাচার্য ভবিষ্যৎ পরিকল্পনার কথা উল্লেখ করে জানান, খুব শিগগিরই প্রতিটি হলে শিক্ষার্থীদের জন্য ভেন্ডিং মেশিন, ওয়াশিং মেশিন, ডে-কেয়ার সেন্টার এবং মেয়েদের জন্য বিউটি পার্লার স্থাপন করা হবে। পরিচালক (ছাত্রকল্যাণ) প্রফেসর ড. মোহাম্মদ শরীফ রায়হান এর সঞ্চালনায় এ সময় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের প্রো-ভিসি প্রফেসর ড. এম. ময়নুল হক ও ট্রেজারার প্রফেসর ড. মোঃ সফিউল ইসলাম আফ্রাদ। এছাড়া বিভিন্ন অনুষদের ডিন, রেজিস্ট্রার মোঃ আবদুল্লাহ্ মৃধা, পরিচালক, প্রক্টর প্রফেসর ড. মোহাম্মদ সাইফুল আলমসহ শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন। এদিকে ভেন্ডিং মেশিন চালু করার ফলে শিক্ষার্থীদের মাঝে আনন্দ ও উচ্ছ্বাস লক্ষ করা গেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর