স্টাফ রিপোর্টার
গাজীপুরের শ্রীপুরে বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক জাতির সামনে উপস্থাপিত “রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়ন ও জনসম্পৃক্তি” বিষয়ে গ্রাম বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১ লা নভেম্বর) সন্ধ্যায় প্রবল বৃষ্টি উপেক্ষা করে পৌরসভার ৯ নং ওয়ার্ডের কেওয়া পূর্বখন্ড কড়ইতলা গ্রামে অনুষ্ঠিত গ্রাম্য বৈঠকে নানা শ্রেণী পেশার নারী-পুরুষের ঢল নামে। এটিকে বিএনপির প্রতি সাধারণ মানুষের ভালোবাসার বহিঃপ্রকাশ বলছেন স্থানীয়রা।
গ্রাম বৈঠকে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, গাজীপুর-৩ (শ্রীপুর ও সদরের একাংশ) আসনের বিএনপির মনোনয়ন প্রত্যাশী, গাজীপুর জেলা বিএনপির সাবেক সিনিয়র সহ-সভাপতি ডাঃ মোঃ শফিকুল ইসলাম। ৩১ দফা বাস্তবায়নে গ্রাম বৈঠকে উপস্থিত ছিলেন,গাজীপুর জেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক, গাজীপুর জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি শেখ আব্দুল রাজ্জাক, শ্রীপুর উপজেলা বিএনপির সাবেক উপদেষ্টা জহিরুল ইসলাম কাজল সহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন ইউনিটের নেতাকর্মী ও গ্রামবাসী।
ডাঃ মোঃ শফিকুল ইসলাম বলেন, “বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান রাষ্ট্রকাঠামো মেরামতের যে ৩১ দফা ঘোষণা করেছেন, তা বাস্তবায়ন হলে দেশের প্রতিটি নাগরিকের মর্যাদা ও অধিকার নিশ্চিত হবে। জনগণ তাদের ন্যায়সংগত অধিকার ফিরে পাবে। এজন্য আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষের বিজয় নিশ্চিত করতে হবে।”
গ্রাম বৈঠকে অংশগ্রহণকারীরা বলেন, বিএনপির ঘোষিত ৩১ দফা দেশের ভবিষ্যৎ পুনর্গঠনের রূপরেখা হিসেবে নতুন আশার আলো জ্বালিয়েছে। বৃষ্টি উপেক্ষা করে সাধারণ মানুষের এমন স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে এলাকাজুড়ে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়।