শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি
গাজীপুরের শ্রীপুরে রুবেল শেখ নামে এক ব্যক্তির রহস্যজনক মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। নিহতের পরিবারের দাবি রুবেলের দ্বিতীয় স্ত্রী ইমা আক্তার পরিকল্পিতভাবে তাকে হত্যা করে ফাঁসিতে ঝুলিয়ে আত্মহত্যার নাটক সাজিয়েছে।
গাজীপুরের শ্রীপুর উপজেলার তেলিহাটি ইউনিয়নের মূলাইদ দক্ষিণ পাড়ায় রুবেল শেখ নামে এক ব্যক্তির রহস্যজনক মৃত্যুকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। নিহত রুবেল শেখ নাজিমউদ্দীন শেখের ছেলে এবং মাওনা কাঁচাবাজারে আড়তের ব্যবসা করতেন। তার প্রথম স্ত্রী শিখার সঙ্গে ১৮ বছরের সংসারে তিন মেয়ে রয়েছে। তিন বছর আগে তিনি দ্বিতীয় স্ত্রী ইমা আক্তারকে বিয়ে করেন; তাদের রয়েছে ১৮ মাস বয়সী এক ছেলে সন্তান।
পরিবারের দাবি, দ্বিতীয় স্ত্রী ইমা আক্তারের সঙ্গে দীর্ঘদিন ধরে পারিবারিক কলহ চলছিল। এরই জেরে স্ত্রী ইমা পরিকল্পিতভাবে রুবেলকে হত্যা করে পরে ফাঁসিতে ঝুলিয়ে আত্মহত্যার নাটক সাজিয়েছে। বড় ভাই মোসারফ হোসেনসহ পরিবারের সদস্যরা জানান, সোমবার সন্ধ্যা ৭টা ৫০ মিনিটে খবর পেয়ে তারা রুবেলের ঘরে গিয়ে দরজা বন্ধ অবস্থায় পান। দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে দেখেন রুবেল এক হাতে ধরাধরি করা অবস্থায় ফাঁসিতে ঝুলছে, যা তাদের কাছে অত্যন্ত সন্দেহজনক মনে হয়।
অচেতন অবস্থায় তাকে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। পরে মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়। এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে নিহতের পরিবার দ্রুত ও সুষ্ঠু তদন্তের মাধ্যমে হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন এবং দায়ীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছে।