গাইবান্ধা প্রতিনিধি মোঃ শিমুল মিয়া
গাইবান্ধা জেলার সাদুল্লাপুর উপজেলার সরকারী ডিগ্রি কলেজের এক ছাত্রী কে অপহরণের মামলায় প্রধান আসামি মোঃ হাবিব মিয়া(২০) কে গ্রেফতার সহ ওই তরুণী কে উদ্ধার করেছে র্যাব। গতকাল (১২ ডিসেম্বর) রাত ৮ টার দিকে এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানান র্যাব -১৩ এর মিডিয়া বিভাগের সিনিয়র সহকারী পরিচালক বিপ্লব কুমার গোস্বামী।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ওই তরুনী কলেজে যাওয়ার সময় রাস্তায় একা পেয়ে বখাটে হাবিব প্রেমের প্রস্তাব সহ নানা ভাবে বিরক্ত করতো। প্রেমে রাজি না হলে বখাটে হাবিব ক্ষিপ্ত হয়ে গত ১১ অক্টোবর সন্ধ্যায় ওই তরুনী হাটাহাটি করার জন্য বাড়ির বাহিরে বের হলে পুর্ব পরিকল্পনা মতো তার সহযোগীদের নিয়ে জোর পুর্বক অটোতে তুলে অজ্ঞাত স্থানে নিয়ে যায়।
পরে ওই তরুনীর পিতা বাদী হয়ে সাদুল্লাপুর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেন। ঘটনার পর থেকে আসামিরা গা ঢাকা দেয়। এরই ধারাবাহিকতায় র্যাব-১২ গাইবান্ধা ক্যাম্প ও র্যাব- ২ মোহাম্মদপুর এর সদস্যরা যৌথ অভিযান চালিয়ে গতকাল ১২ ডিসেম্বর শুক্রবার দুপুর ২ টা ৪০ মিনিটের দিকে চাঁদ উদ্যান রোডের ভাই ভাই টি ষ্টোরের সামন থেকে হাবিব কে গ্রেফতার সহ ওই তরুনীকে উদ্ধার করে।
গ্রেফতার হাবিব সাদুল্লাপুর উপজেলার সাদুল্লাপুর গ্রামের মোঃ হায়দার আলীর ছেলে। সংবাদ বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, আসামির বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেওয়া জন্য তাকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।