মোঃ রাকিব হোসেন
সৌদি আরবে পুলিশের গুলিতে মৃত্যু হল এক ভারতীয় যুবকের। মৃতের নাম বিজয় কুমার মাহাতো (২৭)। তিনি ঝাড়খণ্ডের গিরিডি জেলার দুধাপানিয়া গ্রামের বাসিন্দা ছিলেন। ভুলবশত পুলিশ এবং মদ পাচারকারীদের মধ্যে গুলির লড়াইয়ের মাঝে পড়ে যান তিনি। এরপরই পুলিশের একটি গুলি তাঁর শরীর ফুঁড়ে বেরিয়ে যায়। ঘটনাটি প্রকাশ্যে আসতেই নিরপেক্ষ তদন্তের দাবি উঠেছে।
জানা গিয়েছে, সৌদিতে গত ন’মাস ধরে একটি নির্মাণ সংস্থায় কর্মরত ছিলেন বিজয়। সম্প্রতি সংস্থার ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে তিনি একটি ‘ওয়ার্ক সাইট’-এ গিয়েছিলেন। সেখানেই পুলিশের সঙ্গে মাদক পাচারকারীদের গুলির লড়াই চলছিল। ভুলবশত সেই সংঘর্ষের মাঝে পড়ে যান তিনি। এরপরই পুলিশের একটি গুলি তাঁর শরীর ফুঁড়ে বেরিয়ে যায়। রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে তড়িঘড়ি তাঁকে একটি হাসপাতালে ভর্তি করানো হয়। সেখানেই তাঁর চিকিৎসা চলছিল। কিন্তু গত ২৪ অক্টোবর হাসপাতালেই তাঁর মৃত্যু হয়। সংবাদমাধ্যম পিটিআই জানিয়েছে, হাসপাতাল থেকেই বিজয় তাঁর স্ত্রীকে শেষবার্তা পাঠিয়েছিলেন। সেখানে গোটা ঘটনাটি তিনি বর্ণনা করেন।
ঘটনাটি প্রকাশ্যে আসতেই বিজয়ের মৃত্যুর নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়েছে ডুমরির বিধায়ক জয়রাম কুমার মাহাতো। ইতিমধ্যেই তিনি সৌদির ভারতীয় দূতাবাসকে একটি চিঠিও পাঠিয়েছেন। সেখানে জয়রাম জানিয়েছেন, বিজয়ের মৃত্যুর ঘটনার যাতে নিরপেক্ষ তদন্ত হয়, তা নিশ্চিত করতে হবে। পাশাপাশি, তাঁর দেহ শীঘ্রই ভারতে ফেরত পাঠানোর দাবিও জানিয়েছেন তিনি।